দৈনিক দিনকাল

দৈনিক দিনকাল হলো বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটি বিএনপির মুখপত্র হিসেবেও পরিচিত।[4] ১৯ ফেব্রুয়ারি ২০২৩ এ বাংলাদেশ প্রেস কাউন্সিল পত্রিকাটির প্রকাশনা বন্ধ ঘোষণা করে।[5][6]

দৈনিক দিনকাল
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
প্রকাশকতারেক রহমান
সম্পাদকরেজোয়ান সিদ্দিকী (ভারপ্রাপ্ত)[1]
প্রতিষ্ঠাকাল১৯৮৬ (1986)[2]
ভাষাবাংলা
সদর দপ্তরতেজগাঁও, ঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ
প্রচলন১৫,৫৮০[1][3]
ওয়েবসাইটdainikdinkal.net

ইতিহাস

১৯৮৬ সালে দৈনিক দিনকাল এর প্রকাশনা শুরু হয়। তখন সানাউল্লাহ নূরীর সম্পাদনায়[2] এবং মাজেদুর রহমানের প্রকাশনায় এটি প্রকাশিত হতো। পরবর্তীতে ২০০২ সালের ১৬ এপ্রিল পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান[4] বর্তমানে রেজওয়ান সিদ্দিকি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রকাশনা বন্ধ ঘোষণা

২০২২ সালের ২৬ ডিসেম্বর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের প্রকাশনা শাখা থেকে দৈনিক দিনকাল পত্রিকা বাতিলের অফিস আদেশ জারি করা হয়।[4] উক্ত অফিস আদেশে পত্রিকার প্রকাশক কাউকে দায়িত্ব না দিয়ে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়া এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসের ঠিকানা ও ছাপাখানা পরিবর্তন করায় তারেক রহমানের নামে পত্রিকা মুদ্রণের যে ঘোষণাপত্র দেয়া হয়েছিলো তা বাতিল করা হয়। ফলে তখনই পত্রিকাটির প্রকাশনা বন্ধ রাখা হয়।[4][7][8]

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজওয়ান সিদ্দিকির মতে, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে পত্রিকার মালিকানা তারেক রহমান থেকে মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করে এবং আইনি ডকুমেন্টস লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়।[1][4]

দৈনিক দিনকাল পত্রিকার পক্ষ থেকে বাতিলের স্থগিতাদেশ চেয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করলে ২৯ ডিসেম্বর ২০২২ থেকে প্রকাশনা অব্যাহত থাকে।[1]

সবশেষ, কয়েক দফা শুনানির পর ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ প্রেস কাউন্সিল আপিল খারিজ করে পত্রিকা বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে পত্রিকাটির মুদ্রণ বন্ধ রয়েছে।[1][5]

প্রকাশনা বন্ধের প্রতিক্রিয়া

  • ২১ ফেব্রুয়ারি ২০২৩ "একটি সংবাদপত্র বন্ধ করা গণতান্ত্রিক নীতির লঙ্ঘন" উল্লেখ করে দৈনিক দিনকালের প্রকাশনা বাতিলে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস তাদের ওয়েবসাইটে বিবৃতি দেয়।[11]
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে অবস্থিত মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর স্মাক্ষরিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ৯টি দেশ প্রকাশনা ও মুদ্রণের অনুমোদন বাতিলে উদ্বেগ প্রকাশ করে।[12][13]

তথ্যসূত্র

  1. "Daily Dinkal publication stops as press council rejects appeal"New Age। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  2. "দুইশ বছরের দোরগোড়ায় বাংলা সংবাদপত্র"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩
  3. "পত্র-পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার"চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  4. "তারেক রহমানের প্রকাশনায় চলা দৈনিক দিনকালের প্রকাশনা বাতিল"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  5. "Bangladesh shuts down main opposition party's newspaper"আল জাজিরা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  6. "Bangladesh shuts down main opposition newspaper"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩
  7. "দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধ"বিডিনিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  8. "Daily Dinkal suspends publication after govt scraps declaration"New Age। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  9. "দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল, সাংবাদিকদের প্রতিবাদ"বাংলা নিউজ২৪। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩
  10. "দৈনিক দিনকাল বন্ধে জাতিসংঘের উদ্বেগ"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  11. "দৈনিক দিনকাল বন্ধ করা গণমাধ্যমের স্বাধীনতায় আক্রমণ: সিপিজে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  12. "দৈনিক দিনকাল বন্ধে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি"বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  13. "Dainik Dinkal: Media Freedom Coalition worried over scrapping of declaration"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  14. "১৫ দিনের মধ্যে দিনকাল পত্রিকা খুলে না দিলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি সাংবাদিক নেতাদের"prothomalo.com। ২৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.