দৈনিক জনমভূমি
দৈনিক জনমভূমি (ইংরেজি: Dainik Janambhumi) হচ্ছে একটি অসমীয়া ভাষার দৈনিক পত্রিকা।[1] যোরহাটের তুলসী নারায়ণ শরমা রোডে অবস্থিত জনমভূমি গ্রুপ অব পাব্লিকেশন নামের প্রতিষ্ঠান এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করে।[2]
![]() | |
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | জনমভূমি গ্রুপ অব পাবলিকেশন্স |
প্রকাশক | জনমভূমি গ্রুপ অব পাবলিকেশন্স |
সম্পাদক | হেমন্ত বর্মন |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
ভাষা | অসমীয়া |
ওয়েবসাইট | www.dainikjanambhumi.co.in |
প্ৰকাশ
১৯৭২ সালে দৈনিক জনমভূমি পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।[3] কনক চন্দর ডেকা এবং দেবেশ্বর শর্মা যৌথভাবে এটা প্রতিষ্ঠা করেছিলেন।[3] প্রথমে পত্রিকাটি কেবল যোরহাট থেকে প্রকাশিত পেয়েছিল। পত্রিকাটির প্রচলন এবং জন প্রিয়তা দেখে বর্তমানে এটা একসাথে তিনিচুকীয়া, যোরহাট এবং গুয়াহাটি থেকে প্রকাশিত হচ্চে। [3]
ধরণ
পত্রিকাটি সমগ্র উত্তর পূর্ব ভারতের বিষয়, সাথে ভারতীয় ও অন্তর্জাতিক খবরাদি পরিবেশন করে আসছে। বর্তমানে দৈনিক জনমভূমির ইণ্টারনেট সংস্করণ বেরিয়েছে।
তথ্য সংগ্ৰহ
- Chandra Nath Boruah। Assamese response to regionalism। Mittal Publications। পৃষ্ঠা 101–। আইএসবিএন 978-81-8324-281-3। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২।
- "About the Dainik Janmabhumi"। ১৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২।
- "Dainik Janambhumi Assamese E-paper - Read Assamese Newspaper Online for Free"। assamjournal। আগস্ট ২৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৭, ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.