দেয়াড়া ইউনিয়ন
দেয়াড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[2]
দেয়াড়া | |
---|---|
ইউনিয়ন | |
১১ নং দেয়াড়া ইউনিয়ন | |
ডাকনাম: দেয়াড়া | |
দেয়াড়া দেয়াড়া | |
স্থানাঙ্ক: ২৩°৯′৫৯.০″ উত্তর ৮৯°৮′১৭.৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | কলারোয়া উপজেলা |
আসন | সাতক্ষীরা - ১ |
সরকার | |
• চেয়ারম্যান | গাজী মাহবুবুর রহমান (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন[1] | |
• মোট | ১৯.৮৪ বর্গকিমি (৭.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৯) | |
• মোট | ১৯,১৭৮। পুরুষ ৯,৬৩৯ এবং মহিলা ৯,৫৩৯। |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
দেয়াড়া সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত একটা ইউনিয়ন। কপোতাক্ষ নদ যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর উপজেলা থেকে এটাকে পৃথক করেছে।ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশে কেশবপুরের ত্রিমোহনী ইউনিয়ন উত্তর -পূর্ব পাশে মনিরামপুরের মশ্বিমনগর ইউনিয়ন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পাশে যথাক্রমে কলারোয়ার যুগীখালি ও কুশুডাঙ্গা ইউনিয়ন অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
২০০৯ সালের হিসেব অনুযায়ী দেয়াড়ার মোট জনসংখ্যা ১৯,১৭৮ জন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা এই ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
দেয়াড়া ইউনিয়নে বেশ কিছু সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।"দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়","দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়",দেয়াড়া দাখিল মাদ্রাসা,দেয়াড়া আবাদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দেয়াড়া কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,খোর্দ্দ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়,খোর্দ্দ সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উলুডাঙ্গা দাখিল মাদ্রাসা, খোর্দ্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য।
প্রশাসনিক এলাকা
- দেয়াড়া
- দেয়াড়া কাশিয়াডাঙ্গা
- ছলিমপুর
- খোরদো
- উলুডাঙ্গা
- পাকুড়িয়া
- দলুইপুর
তথ্যসূত্র
- এস.এম সাইফুর রহমান (২০১২)। "কলারোয়া উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- "দেয়ারা ইউনিয়ন"। dearaup.satkhira.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।
- "Population Census Wing, BBS."। মার্চ ২৭, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৯।