দেনিস চেরিশেভ

দেনিস দিমিত্রিয়েভিচ চেরিশেভ (রুশ: Денис Дмитриевич Черышев; জন্মL ২৬ ডিসেম্বর ১৯৯০) হলেন একজন রুশ পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব ভিয়ারিয়াল ফুটবল ক্লাব এবং রাশিয়া জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

দেনিস চেরিশেভ
২০১৪-এ চেরিশেভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দেনিস দিমিত্রিয়েভিচ চেরিশেভ
জন্ম (1990-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯০
জন্ম স্থান নিঝনি নভগরোদ, সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০  ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিয়ারিয়াল
জার্সি নম্বর
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৬ রাশিয়া অনূর্ধ্ব-১৫ ১৬ (৯)
২০০৬–২০০৭ রাশিয়া অনূর্ধ্ব-১৭ (৫)
২০০৮–২০০৯ রাশিয়া অনূর্ধ্ব-১৮ (২)
২০১১–২০১৩ রাশিয়া অনূর্ধ্ব-২১ ১৮ (৭)
২০১২– রাশিয়া ১৬ (৪)
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

সম্মাননা

ক্লাব

রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
  • সেহুন্দা দিভিসিওন বি: ২০১১–১২[2]
সেভিয়া

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

৮ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4][5]
Appearances and goals by club, মৌসুম and competition
ক্লাব মৌসুম লীগ কাপ মহাদেশীয় মোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
রিয়াল মাদ্রিদ বি ২০০৮–০৯ Segunda División B
২০১০–১১ ৩২৩২
২০১১–১২ ৩৪৩৪
২০১২–১৩ Segunda División ৩৪১১৩৪১১
মোট ১০৯২২১০৯২২
রিয়াল মাদ্রিদ ২০১২–১৩ লা লিগা
সেভিলা (ধারে) ২০১৩–১৪ লা লিগা
ভিলেরিয়াল (ধারে) ২০১৪–১৫ লা লিগা ২৬৪০
রিয়াল মাদ্রিদ ২০১৫–১৬ লা লিগা
মাদ্রিদ মোট
ভালেনসিয়া (ধারে) ২০১৫–১৬ লা লিগা
ভিলেরিয়াল ২০১৬–১৭ লা লিগা ১১১৮
২০১৭–১৮ লা লিগা ২৪৩২
ভিলেরিয়াল মোট ৬১১০১৯৯০১১
মোট ১৮৩৩১১৩২৩২১৯৩৭

তথ্যসূত্র

  1. Заявка сборной России на Чемпионат мира FIFA 2018 (রুশ ভাষায়)। রুশ ফুটবল ইউনিয়ন। ৩ জুন ২০১৮।
  2. "El Real Madrid Castilla, campeón de Segunda B" [El Real Madrid Castilla, campeón de Segunda B] (Spanish ভাষায়)। ABC। ১০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Denis Cheryshev, del infierno al cielo entre Sevilla y Villarreal" [Denis Cheryshev, from hell to heaven between Sevilla and Villarreal] (Spanish ভাষায়)। Goal। ১২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬
  4. "Denis: Denis Dmitriyevich Cheryshev"। BDFutbol। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪
  5. "D. Cheryshev"। Soccerway। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.