দেনিস চেরিশেভ
দেনিস দিমিত্রিয়েভিচ চেরিশেভ (রুশ: Денис Дмитриевич Черышев; জন্মL ২৬ ডিসেম্বর ১৯৯০) হলেন একজন রুশ পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব ভিয়ারিয়াল ফুটবল ক্লাব এবং রাশিয়া জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দেনিস দিমিত্রিয়েভিচ চেরিশেভ | ||
জন্ম | ২৬ ডিসেম্বর ১৯৯০ | ||
জন্ম স্থান | নিঝনি নভগরোদ, সোভিয়েত ইউনিয়ন | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিয়ারিয়াল | ||
জার্সি নম্বর | ৭ | ||
জাতীয় দল‡ | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০০৬ | রাশিয়া অনূর্ধ্ব-১৫ | ১৬ | (৯) |
২০০৬–২০০৭ | রাশিয়া অনূর্ধ্ব-১৭ | ৬ | (৫) |
২০০৮–২০০৯ | রাশিয়া অনূর্ধ্ব-১৮ | ৫ | (২) |
২০১১–২০১৩ | রাশিয়া অনূর্ধ্ব-২১ | ১৮ | (৭) |
২০১২– | রাশিয়া | ১৬ | (৪) |
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৮ সালের ৩রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]
সম্মাননা
ক্লাব
- রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
- সেহুন্দা দিভিসিওন বি: ২০১১–১২[2]
- সেভিয়া
- উয়েফা ইউরোপা লীগ: ২০১৩–১৪[3]
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | মহাদেশীয় | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
রিয়াল মাদ্রিদ বি | ২০০৮–০৯ | Segunda División B | ৯ | ০ | ০ | ০ | ০ | ০ | ৯ | ০ |
২০১০–১১ | ৩২ | ৩ | ০ | ০ | ০ | ০ | ৩২ | ৩ | ||
২০১১–১২ | ৩৪ | ৮ | ০ | ০ | ০ | ০ | ৩৪ | ৮ | ||
২০১২–১৩ | Segunda División | ৩৪ | ১১ | ০ | ০ | ০ | ০ | ৩৪ | ১১ | |
মোট | ১০৯ | ২২ | ০ | ০ | ০ | ০ | ১০৯ | ২২ | ||
রিয়াল মাদ্রিদ | ২০১২–১৩ | লা লিগা | ০ | ০ | ১ | ০ | ০ | ০ | ১ | ০ |
সেভিলা (ধারে) | ২০১৩–১৪ | লা লিগা | ৪ | ০ | ০ | ০ | ১ | ০ | ৫ | ০ |
ভিলেরিয়াল (ধারে) | ২০১৪–১৫ | লা লিগা | ২৬ | ৪ | ৬ | ১ | ৮ | ২ | ৪০ | ৭ |
রিয়াল মাদ্রিদ | ২০১৫–১৬ | লা লিগা | ২ | ০ | ১ | ১ | ৩ | ০ | ৬ | ১ |
মাদ্রিদ মোট | ২ | ০ | ২ | ১ | ৩ | ০ | ৭ | ১ | ||
ভালেনসিয়া (ধারে) | ২০১৫–১৬ | লা লিগা | ৭ | ৩ | ১ | ০ | ০ | ০ | ৮ | ৩ |
ভিলেরিয়াল | ২০১৬–১৭ | লা লিগা | ১১ | ০ | ১ | ০ | ৬ | ০ | ১৮ | ০ |
২০১৭–১৮ | লা লিগা | ২৪ | ২ | ৩ | ১ | ৫ | ১ | ৩২ | ৪ | |
ভিলেরিয়াল মোট | ৬১ | ৬ | ১০ | ২ | ১৯ | ৩ | ৯০ | ১১ | ||
মোট | ১৮৩ | ৩১ | ১৩ | ৩ | ২৩ | ৩ | ২১৯ | ৩৭ |
তথ্যসূত্র
- Заявка сборной России на Чемпионат мира FIFA 2018 (রুশ ভাষায়)। রুশ ফুটবল ইউনিয়ন। ৩ জুন ২০১৮।
- "El Real Madrid Castilla, campeón de Segunda B" [El Real Madrid Castilla, campeón de Segunda B] (Spanish ভাষায়)। ABC। ১০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।
- "Denis Cheryshev, del infierno al cielo entre Sevilla y Villarreal" [Denis Cheryshev, from hell to heaven between Sevilla and Villarreal] (Spanish ভাষায়)। Goal। ১২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।
- "Denis: Denis Dmitriyevich Cheryshev"। BDFutbol। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪।
- "D. Cheryshev"। Soccerway। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে দেনিস চেরিশেভ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিডিফুটবলে দেনিস চেরিশেভ (ইংরেজি)
- Futbolme-এ দেনিস চেরিশেভ (স্পেনীয়)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে দেনিস চেরিশেভ (ইংরেজি)
- দেনিস চেরিশেভ – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- দেনিস চেরিশেভ – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.