দেওয়ানগঞ্জ কমিউটার
দেওয়ানগঞ্জ কমিউটার (ট্রেন নাম্বার-৪৭/৪৮) বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন।[2][3] দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪৭/৪৮ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ
দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুর> ময়মনসিংহ> গাজীপুর> ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
যাত্রী
দেওয়ানগঞ্জ কমিউটার বৃহত্তর ময়মনসিংহ বাসীর ঢাকা যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে প্রায় সবসময় যাত্রীচাপ থাকে।
রেলপথ
দেওয়ানগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন রেলপথে চলাচল করে।
স্টেশন তালিকা
দেওয়ানগঞ্জ কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:
- দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন
- মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশন
- ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন
- দুরমুঠ রেলওয়ে স্টেশন
- মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন
- জামালপুর কোর্ট রেলওয়ে স্টেশন
- জামালপুর বাজার রেলওয়ে স্টেশন
- নান্দিনা রেলওয়ে স্টেশন
- নরুন্দি রেলওয়ে স্টেশন
- পিয়ারপুর রেলওয়ে স্টেশন
- মশিউরনগর রেলওয়ে স্টেশন
- নিমতলী বাজার রেলওয়ে স্টেশন
- বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বাইগনবাড়ী রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ রোড রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
- কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- সুতিয়াখালী রেলওয়ে স্টেশন
- ফাতেমানগর রেলওয়ে স্টেশন
- আহমদবাড়ী রেলওয়ে স্টেশন
- আউলিয়ানগর রেলওয়ে স্টেশন
- ধলা রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- মশাখালি রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- সাত খামাইর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- ইজ্জতপুর রেলওয়ে স্টেশন
- রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন
- ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- ধীরাশ্রম রেলওয়ে স্টেশন
- টঙ্গী রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- বনানী রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- কমলাপুর রেলওয়ে স্টেশন
সময়সূচি
- দেওয়ানগঞ্জ কমিউটার ঢাকা ছাড়ে সকাল ৫টা ৪০ মিনিটে, দেওয়ানগঞ্জ বাজার পৌঁছে সকাল ১১টা ৪৫ মিনিটে।[4]
- দেওয়ানগঞ্জ ছাড়ে দুপুর ১টায়, ঢাকা পৌঁছে ৭টা ১০ মিনিটে।
তথ্যসূত্র
- বাংলাদেশ রেলওয়ে
- jugantor.com। "দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট প্রাপ্তিতে ভোগান্তি | চিঠিপত্র | Jugantor"। jugantor.com। ২০২০-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- বার্তা, জামালপুর (২০২০-০১-২৮)। "বিদ্যাগঞ্জ দাঁড়াবে যমুনা ও দেওয়ানগঞ্জ কমিউটার"। জামালপুর বার্তা। ২০২০-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- "ঢাকা-ট্রেন-এর-সময়সূচি"। www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.