দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান
দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান দেওবন্দ আন্দোলন নিয়ে রচিত আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার একটি ইতিহাস বিষয়ক বই। তিনি ১৯৯৮ সালে বইটি রচনা করেন। তখন থেকে এটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের স্নাতক শ্রেণির পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।[1] এ বইটি দেওবন্দি আলেমদের ঐতিহ্যগত ধারা, ধর্মের বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্মতৎপরতা এবং অবদানের উপর একটি তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ।
লেখক | আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | দেওবন্দ আন্দোলন |
ধরন | ইতিহাস |
প্রকাশিত | ১৯৯৮ |
প্রকাশক | আল-আমিন রিসার্চ একাডেমি বাংলাদেশ, মাকতাবাতুল ফাতাহ |
মিডিয়া ধরন | শক্তমলাট |
পৃষ্ঠাসংখ্যা | ৩১৬ |
২৯৭.০৯ |
বিষয়বস্তু
এই বইটির আলোচ্য বিষয়সমূহ চার অধ্যায়ে ভাগ করা হয়েছে। অধ্যায় ভিত্তিক আলোচ্য বিষয়সমূহ:[2]
প্রথম অধ্যায়
সাহাবায়ে কিরাম ও তাবেয়ীনদের যুগে ভারতে মুসলমানদের আগমন ও ধর্ম, মুসলমানদের ভারত শাসন, গজনী বংশের ভারত শাসন, ঘুর বংশের ভারত শাসন, দাস বংশের ভারত শাসন, খিলজী বংশের ভারত শাসন, তুঘলক বংশের ভারত শাসন, সৈয়দ বংশের ভারত শাসন, লোদী বংশের ভারত শাসন, মোঘলদের ভারত শাসন।
দ্বিতীয় অধ্যায়
এই অধ্যায়ের আলোচ্য বিষয়: সম্রাট আকবর ও দ্বীনে ইলাহী, তার প্রাথমিক ধর্ম বিশ্বাস, ধর্মনীতির পরিবর্তন, দ্বীন-ই-ইলাহীর রীতিনীতি, দ্বীন-ই-ইলাহীর অসারতা, মৃত্যু।
মুজাদ্দিদে আলফেসানীর জন্ম ও বংশ পরিচয়, শিক্ষাজীবন, আধ্যাত্বিক সাধনা, তার জনলগ্নে ভারতের অবস্থা, কর্মজীবন, দ্বীন-ই-ইলাহীর প্রভাবে সৃষ্ট জটিলতা নিরসনে তার পদক্ষেপ, বিদআত ও কুসংস্কার উচ্ছেদে তার অভিযান, সুফীবাদের সংস্কার।
শাহ ওয়ালী উল্লাহর জন্ম ও বংশ পরিচয়, শিক্ষা ও কর্মজীবন, হিজায সফর, আন্দোলনের পূর্বে ভারতের অবস্থা, সংস্কার আন্দোলন ও বিপ্লবী কর্মসূচী, কুরআন ও সুন্নার যুগোপযোগী ব্যাখ্যা ও বিশ্লেষণ, শিক্ষানীতিতে সংস্কার, মুসলিম জাতির আকীদাহ সংশোধন, হাদীস ও সুন্নার ব্যাপক প্রচার প্রসার, ফিকাহ ও হাদীসের মাঝে সমন্বয়, যুক্তপূর্ণ ব্যাখ্যার আলোকে কুরআনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন ও সুন্নার তাৎপর্য বিশ্লেষণ, ইসলামি খিলাফতের বৈশিষ্ট্যের ব্যাখ্যা ও বিরুদ্ধবাদীদের জবাব, শ্রমজীবীদের শ্রমের মূল্যায়নের প্রতি আহ্বান, শিক্ষা ও তরবীয়তের মাধ্যমে যোগ্য উত্তরসূরি তৈরি, সমকালীন রাজনৈতিক অস্থিরতা ও দুর্যোগের কবল থেকে মুসলিম জাতিকে উদ্ধারের প্রচেষ্টা, রচনাবলী, মৃত্যু।
শাহ ওয়ালী উল্লাহর রাজনৈতিক কার্যক্রম ও রাজনীতিতে তার যোগদানের কারণ, মোঘল সাম্রাজ্যের অবনতি, মারাঠা শক্তির উথান, রাজপুত ও জাঠদের বিদ্রোহ, শিখ সম্প্রদায়ের বিদ্রোহ, শিয়া-সুনী দ্বন্দ্ব, ইরানীদের লুন্ঠন ও নাদের শাহের ভারত আক্রমণ, ইংরেজদের বাংলা ও বিহারে আধিপত্য বিস্তার, অর্থনৈতিক দুরাবস্থা, হিন্দু মুসলিম সংঘর্ষ, ধর্মীয় বিষয়ে মুসলমানদের পারস্পরিক বিরোধ, শাহ ওয়ালী উল্লাহর রাজনৈতিক কার্যক্রম, পরোক্ষ রাজনৈতিক কার্যক্রমঃ ইসলামি শরিয়া পূর্ণাঙ্গ শিক্ষাদান, তাসাউফের শিক্ষাদান, জনসমক্ষে ওয়াজ-নসীহত ও গ্রন্থ প্রণয়ন, প্রত্যক্ষ রাজনৈতিক কার্যক্রমঃ মোঘল সম্রাটের নিকট পত্র প্রেরণ, মারাঠাদের প্রতিরোধে আহমদ শাহ আব্দালীকে আমন্ত্রণ, জিহাদের প্রশিক্ষণ ও মজবুত সংগঠন, শাহ ওয়ালী উল্লাহর আন্দোনের ফলাফল।
ভারতবর্ষে বিদেশী বণিকদের আগমন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তৎপরতা, তৎপরতার বিস্তারিত বিবরণ, বিভিন্ন স্থানে কুঠি স্থাপন ও এদেশীয় সরকারের অনুমোদন আদায়, অবাধ বাণিজ্যের সুযোগ লাভ ও কোম্পানীর আগ্রাসী রাজনৈতিক পরিস্থিতি, অপরাপর বণিক সম্প্রদায়ের সাথে দ্বন্দ, তাদের রাজনৈতিক কর্মতৎপরতার বিবরণ, পলাশীর যুদ্ধ ও বাংলার ক্ষমতা দখল, সাম্রাজ্য বিস্তার, ইংরেজদের শাসন ও শোষণ, উপসংহার।
শাহ আব্দুল আজিজের জীবন ও সাধনা, সংক্ষিপ্ত পরিচিতি, কর্মজীবন, তার কর্মসূচী: কুরআনের প্রচার, ইলমে হাদীসের প্রচলন দান ও উন্নতি সাধন, বাতিলের খণ্ডন ও হকের প্রতিষ্ঠা, কর্মী বাহিনী গঠন।
সৈয়দ আহমদ শহীদ ও তার কর্মতৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস, জন্ম ও পরিচয়, কর্মতৎপরতা, দাওয়াত ও ইসলামি তৎপরতা, জিহাদী চেতনা সৃষ্টি ও মুজাহিদ সংগ্রহ, তার সংস্কারমূলক কার্যক্রম, জিহাদের ময়দানে সশস্ত্র তৎপরতা, সীমান্ত প্রদেশে হিজরত, হান্ডে পৌছে ইমামতের বায়আত, পাঞ্জতারে মুজাহিদদের ঘাঁটি স্থাপন, বিভিন্ন অঞ্চলে সফর ও জিহাদের বায়আত, পারস্পরিক আত্মকলহ নিরসনের প্রচেষ্টা, আমিরুল মুমিনীনকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র, চাঙ্গলাইয়ে নিরাপদ আশ্রয়ে মুজাহিদ বাহিনী, পায়েন্দ খানের সাথে সম্পর্ক এবং আগ্রাউর ও পিখলী অভিযান, পথে ফুল সিং এর সাথে ভামগলায় যুদ্ধ, খহর অভিমুখের দাওয়াতী সফর, বিজিত অঞ্চলে শরিয়তের বিধিবিধান প্রবর্তন, ভেন্টুরার অভিযান ও মুজাহিদদের ভূমিকা, খাদী খাঁনের ষড়মন্ত্র, ইয়ার মুহাম্মদ খানের আক্রমণ ও মুজাহিদদের বিজয়, তারবিলা অভিযান, পায়েন্দা খানের দুরভিসন্ধি, শ্রীকোর্ট ও ফুলড়ার অভিযান, শিখদের সন্ধির প্রস্তাব, দীনতুরা ও এলার্ডের আগমন ও উভয় পক্ষের আলোচনা, মাওলানা খায়রুদ্দীনের বিচক্ষণতা, সামাহ অঞ্চলে কাযী হাব্বানের অভিযান, হান্ড ও হুতীর দুর্গ দখল, সুলতান মুহাম্মদ খানের হুমকি, মায়ার এর যুদ্ধ, পেশোয়ার আক্রমণের প্রস্তুতি, বিনা যুদ্ধে পেশোয়ার দখল, সুলতান মুহাম্মদ খানের আত্মসমর্পণ ও তার হাতে পুনঃ পেশোয়ার সমর্পণ, বিদ্রোহের কারণ ভারতীয় বিদআতী আলেমদের একটি চিঠি, পেশোয়ার থেকে পাঞ্জতারে প্রত্যাবর্তন, সংস্কার পদক্ষেপ, আয়োজন, বালাকোট অভিযুখে মাওলানা খায়রুদ্দিন, বালাকোট অভিমুখে মাওলানা ইসমাঈল ও মুজাফফরাবাদ আক্রমণ, কাশ্মীর অভিযানের পরিকল্পনা ও স্থানীয় নেতৃবৃন্দের অমত, বালাকোটে শেরসিং-এর বাহিনী, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারী, বালাকোটে প্রবেশ, যুদ্ধের প্রস্তুতি, বালাকোটই লাহোর বালাকোটই জান্নাত, বালাকোটের শাহাদতগাহ।
হাজী শরীয়ত উল্লাহর আন্দোলন। দুদু মিয়ার সংক্ষিপ্ত পরিচিতি ও কর্মতৎপরতা। নিসার আলী উরফে তিতুমীরের আন্দোলন। সিপাহী বিপ্লব ও তারপর।
ইংরেজ আগ্রাসনের ফলে মুসলমানরা যে ক্ষয়ক্ষতি ও সমস্যার সম্মুখীন হয়েছিল। রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়ন, আলেম সমাজের উপর নির্যাতন, সাধারণ মুসলমানদের উপর নির্যাতন, অর্থনৈতিক আগ্রাসন, ধর্মীয় ও সাংস্কৃতিক আগ্রাসন, পারস্পরিক আত্মকলহ সৃষ্টি এবং হক পন্থীদের অবদমনের পায়তারা।
তৃতীয় অধ্যায়
দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট, সুচনা হল যেভাবে, আকাবিরে সিত্তাহ বা প্রতিষ্ঠাতা ছয় মনীষী, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ও এ প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মত পার্থক্য, দারুল উলুমের প্রাতিষ্ঠানিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি, দারুল উলুম দেওবন্দের নেসাবে তালিম ও নেযামে তালিম, তৎকালের শিক্ষা সিলেবাস, দারুল উলুমের পাঠ্যসূচী বা নেসাবে তালীম, দারুল উলুমের নেযামে তালীম বা শিক্ষা ব্যবস্থা, উসুলে হাশতগানাহ্ ও বর্তমান প্রেক্ষাপটে তার কার্যকরিতা।
চতুর্থ
শিক্ষা ও সংস্কৃতির বিকাশে উলামায়ে দেওবন্দের অবদান, অভিনব শিক্ষাধারার প্রবর্তন, যুগ সম্মত সিলেবাস প্রবর্তন, শিক্ষা সম্প্রসারণ, সংস্কৃতির বিকাশ ও লালন। ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান, তাসাউফ ও মনস্তত্তে উলামায়ে দেওবন্দের অবদান, ভাষা ও সাহিত্যে তাদের অবদান। উলামায়ে দেওবন্দের রাজনৈতিক অবদান, শায়খুল হিন্দের রাজনৈতিক তৎপরতা, সিপাহী বিপ্লব ও তার পরবর্তী অবস্থা। শায়খুল হিন্দের সংক্ষিপ্ত পরিচিতি, বিভিন্ন সংগঠনের আত্মপ্রকাশ, প্রথম বিশ্বযুদ্ধ, নির্বাসন, কাবুলে উবায়দুল্লাহ সিদ্ধির অবস্থা, খিলাফত আন্দোলন ও জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিষ্ঠা, কংগ্রেসের প্রতিষ্ঠা। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানির রাজনৈতিক তৎপরতা, সংক্ষিপ্ত পরিচিতি, মাল্টা থেকে তার ভারতে প্রত্যাবর্তন, আমরুহায় তার রাজনৈতিক তৎপরতা, করাচীর খিলাফত কনফারেন্স ও সিলেটে মাদানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস হিসেবে মাদানি, নেহেরু রিপোর্ট, কংগ্রেসের পূর্ণস্বাধীনতা দাবী, স্বাধীনতার দাবীতে কংগ্রেসের অসহযোগ, ইন্ডিয়ান এ্যাক্ট ও জমিয়ত উলামা, মুসলিম লীগের সাথে নির্বাচনী এক্য, নির্বাচনী প্রচারণা ও মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে জমিয়তের সমর্থন প্রত্যাহার, দিল্লীতে মাদানির বক্তৃতা ও জাতীয়তার প্রশ্নে বিভ্রান্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জমিয়ত উলামার ভূমিকা, হিন্দু মুসলিম দাঙ্গা ও পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান আন্দোলন ও মাদানির দৃষ্টিভঙ্গি, মিষ্টার ক্রীন্স-এর মিশন, জমিয়ত প্রদত্ত ফর্মুলা, বিছরাযুতে সম্মেলন ও স্বাধীনতার ঘোষণা, ব্রিটিশের নমনীয়তা, ৪৬ সালের নির্বাচন ও উলামায়ে দেওবন্দের বিভক্তি, উলামায়ে ইসলাম-এর প্রতিষ্ঠা, মন্ত্রী মিশনের সুপারিশ ও মুসলিম লীগের ঘোষণা, লর্ড মাউন্ট ব্যাটেন ও স্বাধীনতার স্বীকৃতি, স্বাধীনতার শুভলগ্ন। পাকিস্তান প্রতিষ্ঠার পর উলামায়ে দেওবন্দের রাজনৈতিক তৎপরতা, জমিয়তে উলামার তৎপরতার সংক্ষিপ্ত রিপোর্ট, নেযামে ইসলামের তৎপরতার সংক্ষিপ্ত রিপোর্ট। উলামায়ে দেওবন্দের সামাজিক ও অর্থনৈতিক অবদান, ইসলামের প্রচার প্রসারে তাদের অবদান, বাতিল ও কুসংস্কার প্রতিরোধে উলামায়ে দেওবন্দের অবদান। শিয়াদের মোকাবেলা, শিয়াদের উদ্ভব ও ভারতবর্ষে তাদের পদচারণা, শিয়াদের আকীদাহ সমূহ, শিয়াদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ। খ্রিস্টান মিশনারী ও তাদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ। হিন্দু আর্যসমাজী ও তাদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ। ইনকারে হাদীসের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ, মাহদী দাবীদারদের মোকাবেলা, গোলাম আহমদ ও কাদিয়ানীদের স্বরূপ, গোলাম আহমদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ, বাংলাদেশে কাদিয়ানী তৎপরতা ও তাদের প্রচার কৌশল, বাংলাদেশে কাদিয়ানী বিরোধী তৎপরতা। বিদআতী ও তাদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ, বিদআত কি? বিদআত কেন ও কীভাবে সৃষ্টি হয়, ভারতবর্ষে বিদআত, আহমদ রেজা খানের তৎপরতা, ওয়াহাবী অপবাদের নেপথ্য কাহিনী, বিদআতীদের প্রতিরোধে উলামায়ে দেওবন্দ। পাশ্চাত্যের চিন্তাধারায় প্রভাবিতদের বিভ্রান্তির ব্যাখ্যা ও তার মোকাবেলা, বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রতিরোধে উলামায়ে দেওবন্দ।
আরও দেখুন
তথ্যসূত্র
- শাহরিয়ার, সাদাত (২০১০)। প্রশ্নোত্তরে দেওবন্দ আন্দোলনঃ ইতিহাস ঐতিহ্য অবদান। বাংলাবাজার, ঢাকা: আল আকসা লাইব্রেরী। পৃষ্ঠা ১৪।
- মুহাম্মদ ইয়াহইয়া, আবুল ফাতাহ (১৯৯৮)। দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান (পিডিএফ)। ঢাকা, বাংলাদেশ: আল আমীন রিসার্চ একাডেমি বাংলাদেশ। পৃষ্ঠা ১৩–১৬।