দেওতলা রেলওয়ে স্টেশন
দেওতলা রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত।এটি দেওতলা গ্রাম এবং আশেপাশের এলাকায় পরিষেবা প্রদান করে। দেওতলা স্টেশন ২০০৪ সালে নির্মিত হয়। কয়েকটি ট্রেন, যেমন গৌর এক্সপ্রেস, মালদা টাউন - বালুরঘাট যাত্রীবাহী ট্রেন দেওতলা রেলওয়ে স্টেশনে থামে।
দেওতলা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | দেওতলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৫.২৭৪৬° উত্তর ৮৮.২৯৪১° পূর্ব |
উচ্চতা | ৩৬ মিটার (১১৮ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
লাইন | একলাখী–বালুরঘাট শাখা রেলপথ |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ১ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | DOTL |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | কাটিহার রেলওয়ে বিভাগ |
ওয়েবসাইট | http://www.indianrail.gov.in |
ইতিহাস | |
চালু | ২০০৪ |
বৈদ্যুতীকরণ | না |
অবস্থান | |
দেওতলা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গে মানচিত্র #ভারতের মানচিত্র দেওতলা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গে মানচিত্র #ভারতের মানচিত্র |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.