দেওটি ইউনিয়ন
দেওটি বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন।
দেওটি | |
---|---|
ইউনিয়ন | |
৯নং দেওটি ইউনিয়ন পরিষদ | |
দেওটি দেওটি | |
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°০′৫৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | নুরুল আমিন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৯.৫২ বর্গকিমি (৭.৫৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,৭৪৬ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩.২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
দেওটি ইউনিয়নের আয়তন ১৯.৫২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেওটি ইউনিয়নের জনসংখ্যা ৩৪,৭৪৬ জন।
অবস্থান ও সীমানা
সোনাইমুড়ি উপজেলার পশ্চিমাংশে দেওটি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে জয়াগ ইউনিয়ন, পূর্বে নদনা ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়ন, দক্ষিণে আমিশাপাড়া ইউনিয়ন এবং পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন ও নোয়াখলা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
দেওটি ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আমিরাবাদ
- আন্দিরপাড়
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর
- বটখিল
- ব্রজারগাঁও
- দেওটি
- দুয়ারীপাড়া
- ডুমুরিয়া
- দুর্গা দৌলতপুর
- সুরহলি
- ঘাসেরখিল
- গুংশিং
- হাটপতিশ
- জুজাফফর
- কুমারঘরিয়া
- নবগ্রাম
- মুহিতখোলা
- নান্দিয়া পাড়া
- রামদেবপুর
- বানিপুর
- পালপাড়া
- পতিশ
- পিতাম্বরপুর
- সামারখিল
- সরকামত
- শাশীয়ালী
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেওটি ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৩.২%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ[2]
- নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন ডিগ্রি কলেজ
প্রাথমিক বিদ্যালয়[3]
- পশ্চিম পালপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাগপাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পিতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুরহলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুমারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বানিপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ব্রজের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- সালাহ উদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক, এস. এ. পরিবহন।
যোগাযোগ ব্যবস্থা
সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা অটোরিকশা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
খাল ও নদীর তালিকা[4]
- মুহুরীগঞ্জ-আমিশাপাড়া সংযোগ খাল
- গজারিয়া-নান্দিয়াপাড়া সংযোগ খাল
- মুহুরীগঞ্জ-কড়িহাটি সংযোগ খাল
দর্শনীয় স্থান
- বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
- চৌধুরী বাড়ীর আন্ধার মানিক
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[5]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
নুরুল আমিন | চেয়ারম্যান | |
মোঃ ছালেহ আহম্মদ | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
আনোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ কামাল হোসেন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
গোলজার হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোতাহার হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
নুর আলম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
খায়েরুল বাশার | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ নিজাম উদ্দিন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
রোকেয়া বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
হাছিনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
রৌশন আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- "কলেজ, দেওটি ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- "প্রাথমিক বিদ্যালয়সমূহ, দেওটি ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- "খাল ও নদী, দেওটি ইউনিয়ন"। deotiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- "বর্তমান পরিষদ, দেওটি ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।