দুর্জন সিংহ দেব

দুর্জন সিংহ দেব মল্লভূমের ৫৩তম রাজা ছিলেন।তাঁর শাসনকাল ছিল ১৬৮২ থেকে ১৭০২ অবদি[1][2][3]

দুর্জন সিংহ দেব
মল্লভূমের ৫৩তম রাজা
রাজত্ব১৬৮২-১৭০২
পূর্বসূরিবীর সিংহ দেব
উত্তরসূরিরঘুনাথ সিংহ দেব দ্বিতীয়
পিতাবীর সিংহ দেব
মাতাচূড়ামণি(শিরোমণি দেবী)
ধর্মহিন্দু

ব্যক্তিগত জীবন

বীর সিংহ দেবের পুত্র দুর্জন সিংহ দেব তাঁর পিতার বিপরীত ছিলেন। তিনি খুব নম্র চরিত্রের ছিলেন। তিনি যুক্তিযুক্ত, দয়ালু এবং ধার্মিক ছিলেন। তাঁর সময়কালে বেশ কয়েকজন পর্তুগিজ, ফরাসী, ব্রিটিশ ব্যবসায়ী মল্লভূমে এসেছিল। তিনি একদিকে বৈষ্ণব ভক্ত এবং অন্যদিকে একজন মহান যোদ্ধা ছিলেন।[4]

মদনমোহন মন্দির

১৬৯৪ সালে রাজা দুর্জন সিংহ দেব একরত্ন মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন।বক্রাকার কার্নিশ ও একটি বর্গাকার সমতল ছাদ ওয়ালা ভবন যেটির মাথার উপরে চূড়া আছে।[5]

তথ্যসূত্র

  1. Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 38।
  2. Malabhum, Bishnupur-Chandra, Manoranjan; 2004; Kolkata. Deys Publishing আইএসবিএন ৮১২৯৫০০৪৪২
  3. History of Bishnupur Raj-Malick Abhaayapada. 1982, West Bengal
  4. Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 26।
  5. "Bishnupur Sub-division"bankura.gov.in। ৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

আরও সূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.