দুর্গাপুর উপজেলা, রাজশাহী
দুর্গাপুর বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলা রাজশাহী জেলা হতে প্রায় ৩০ কিলোমিটার দুরত্বে উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দুর্গাপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত, যার আয়তন ১৯৫.০৩ বর্গ কিমি।
দুর্গাপুর | |
---|---|
উপজেলা | |
দুর্গাপুর দুর্গাপুর | |
স্থানাঙ্ক: ২৪°২৭′১৫″ উত্তর ৮৮°৪৬′৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
আয়তন | |
• মোট | ১৯৫.০৩ বর্গকিমি (৭৫.৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৮৫,৮৪৫ |
• জনঘনত্ব | ৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৯৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
দুর্গাপুর উপজেলার উত্তরে বাগমারা উপজেলা ও মোহনপুর উপজেলা, দক্ষিণ ও পূর্বে পুঠিয়া উপজেলা, পশ্চিমে পবা উপজেলা।
ইতিহাস
কেউ বলেন রাজা গণেশের সময় (১৪১৪-১৪১৮) রাজশাহী নামের উদ্ভব। ১৯৮৪ সালে বৃহত্তর রাজশাহীর ৪ টি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ- এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয়। নবাবগঞ্জ জেলা পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ নামকরণ করা হয়।
প্রশাসনিক এলাকা
রাজনীতি
দুর্গাপুর উপজেলা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের একটি উপজেলা। এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান ২০১৮ সালের নির্বাচনে তিনি নির্বাচিত হন।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা ১,৮৫,৮৪৫ জন, পুরুষ ৯৩,৫৫১ জন, মহিলা ৯২,২৯৪ জন। মোট ভোটার সংখ্যা ১,২৬,৯৪০ জন (পুরুষ ৬২,৯৬৯ জন এবং মহিলা ৬৩,৯৭১ জন)।
অর্থনীতি
দুর্গাপুর কৃষি প্রধান এলাকা । ধান,পান, আলু , গম, ভুট্টা প্রধান ফসল। এছাড়াও মাছ চাষের জন্য সুপরিচিত এই উপজেলা।
দর্শনীয় স্থান
- পাঁচুবাড়ী পাঁচ গম্বুজ মসজিদ
- ঝালুকা মাজার
- ঐতিহাসিক গণকবর
- কালাচাঁন্দ শাহের মাঝার শরীফ
- বাগমারা মসজিদ, মাড়িয়া
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দূর্গাপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪।
- "রাজশাহীর সাংসদ মনসুর রহমানের করোনা জয়"। প্রবাসীর দিগন্ত। ৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।