দুর্গাপুর ইউনিয়ন, বেগমগঞ্জ
দুর্গাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
দুর্গাপুর | |
---|---|
ইউনিয়ন | |
১১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ | |
দুর্গাপুর দুর্গাপুর | |
স্থানাঙ্ক: ২২°৫৭′৫৮″ উত্তর ৯১°৮′৩২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | বেগমগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আবেদ সাইফুল কালাম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৪৮ |
অবস্থান ও সীমানা
বেগমগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে দুর্গাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নরোত্তমপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা, দক্ষিণে চৌমুহনী পৌরসভা ও হাজীপুর ইউনিয়ন, পূর্বে রসুলপুর ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন এবং উত্তরে সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়ন ও নাটেশ্বর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
দুর্গাপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
- এই ইউনিয়নের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে আছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ,লক্ষ্মীনারায়ন পুর উচ্চ বিদ্যালয়। এদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় যা
১৯৩৪
সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
প্রধান যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ। এই ইউনিয়নে বেশির ভাগ সড়ক ই বর্তমানে পাকা সড়ক, যেগুলো সাধারণ মানুষের চলাচল ও পন্য পরিবহন এর কাজে ব্যবহার হয়।
হাট-বাজার
উল্লেখযোগ্য বাজারের মধ্যে আছে বালী মসজিদ বাজার, দাওয়াত খোলা বাজার, নতুন বাজার, বেপারী পাড়া বাজার, পশার পুকুর পাড় ইত্যাদি।