দুধকোশী

দুধকোশী (दुधकोशी नदी, Milk-Koshi River) পূর্ব নেপাল এর একটি নদী।

দুধকোশী
Dudh Kosi (दुधकोशी नदी)
River
দেশ Nepal
উপনদী
 - বাঁদিকে ইমজা খোলা
উৎস
 - অবস্থান East of Gokyo Lakes, Nepal
মোহনা
 - অবস্থান Sun Kosi near Harkapur, Nepal

কোশী নদী প্রণালী

কোশী অথবা সপ্তকোশী পূর্ব নেপালে নির্গত হয়। এই নদীটি সপ্ত-কোশী নামে পরিচিত কারণ পুর্ব-নেপালে সাতটি নদী মিলে এই নদী তৈরী হয়। কোশী নদী প্রণালী গঠনে যে মুখ্য নদীগুলি আছে তারা হল সানকোশী,ইন্দ্রাবতী নদী ,ভোতেকোশী,দুধকোশী,অরুণ নদী,বরুণ নদী এবং তামুর নদী । দুধকোশী নদী এভারেস্ট শৃঙ্গের(৮৮৪৮মি) উচ্চ স্থান থেকে উৎপত্তি হয় এবং শৃঙ্গের তুষার ও হিমবাহ গলে নদীর জলপ্রবাহে গুরুত্বপূর্ণ যোগদান করে,বিশেষত শুষ্ক ঋতুতে [1] পাহার থেকে নির্গত হওয়ার জন্য মিলিত নদীটি ছত্র গিরিসঙ্কট এর মধ্যে দিয়ে দক্ষিণ দিকে বইতে থাকে।[2][3]

সম্মুখগতি/গতিধারা

নদীটি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের বিশাল পর্বতপ্রাচীর থেকে নির্গত হয়। [2] গোকিও লেকসমূহর পূর্ব থেকে শুরু হয়ে দক্ষিণে নামচে বাজার অভিমুখে যায় , দক্ষিণ দিকে যেতে যেতে সাগরমাথা জাতীয় উদ্যান হয়ে পশ্চিমে লুকলা পার করে। সুরকের দক্ষিণ-পশ্চিমে লামডিং খোলা দুধকোশীতে মিলিত হয়। এই মিলিত ধারা দক্ষিণ দিকে বয়ে চলে এবং হরকপুর এ গিয়ে সানকোশী নদীর সঙ্গে মিলিত হয়। [4]

ক্যায়াকিং

নদী অসম্ভব খরস্রোতা এবং সাধারণতভাবে water sports এর জন্য ব্যবহার হয়না। ১৯৭৬ সালে প্রথমবার মাইক জোন্স (ক্যানুইন চালক) মাইক জোন্স এর নেতৃত্বে একটি ব্রিটিশ অভিযান হয়।

তথ্যসূত্র

  1. Nepal. S, Krause. P, Fluegel, W-A. Fink. M, Fischer. C, (২০১৪)। "Understanding the hydrological system dynamics of a glaciated alpine catchment in the Himalayan region using the J2000 hydrological model."। Hydrological Processes28 (3): 1329–1344।
  2. Negi, Sharad Singh। "Himalayan rivers, lakes and glaciers"Kosi River System, p. 89। সংগ্রহের তারিখ ২০১০-০৫-১৪
  3. Bahadur, Jagdish। "Himalayan snow and glaciers: associated environmental problems, progress"Kosi, p. 90। Google books.। সংগ্রহের তারিখ ২০১০-০৫-১৪
  4. "Sun Kosi River"। Tiger Mountain। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.