দুওজ ইউনিয়ন
দুওজ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
দুওজ | |
---|---|
ইউনিয়ন | |
দুওজ ইউনিয়ন পরিষদ | |
দুওজ দুওজ | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | আটপাড়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা:
•উত্তরে -বানিয়াজান ও উত্তর পূর্বে নুনেশ্বর ইউনিয়ন। দক্ষিণে- মদন উপজেলার কাইটাল ইউনিয়ন ও নব গঠিত চাঁন গাঁও ইউনিয়ন। পূর্বে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন। এবং পশ্চিমে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন ।
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
- গনেশ হাওর
- মগরা নদী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- আব্দুল খালেক (নেত্রকোনার রাজনীতিবিদ)
- শাহ আতাউর রহমান
- মির্জা আল ফারুক
- এডভোকেট আব্দুর রহিম
- হাশেম মাস্টার
- মোসলেহউদ্দিন আহমেদ
- মোজাম্মেল হক বাবু
- হাজী খায়রুল ইসলাম
- প্রকৌশলী কামরুল ইসলাম
- মেজর মন্জু
- জুবেদ আলী :স্বাধীনতা ও মুক্তিযোদ্ধ।
- অধ্যক আব্দুল মোতালিব:শিক্ষা।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মাদ সাইদুর রহমান তালুকদার
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | রহিম উদ্দিন | 1973-1977 |
০২ | রহিম উদ্দিন | 1977-1983 |
০৩ | সাজাহান সিরাজী | 1983-1988 |
০৪ | নুরুল ইসলাম | 1988-1992 |
০৫ | রফিকুল ইসলাম | 1992-1997 |
০৬ | মোঃ জুবেদ আলী | 1997-2003 |
০৭ | এলাহী নেয়াজ | 2003-2011 |
৮ | প্রয়াত শাহজাহান সিরাজী | 2011-2016 |
৯ | মোঃ আব্দুস সেলিম মনি | 2016-2021 |
১০ | মোঃ সাইদুর রহমান তালুকদার | 2021-
আরও দেখুনতথ্যসূত্র
|
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.