দীপচন্দী তাল

দীপচন্দী উত্তর ভারতীয় সঙ্গীত ঘরানার একটি বিষমপদী [1] তালবিশেষ। ১৪ মাত্রার এই তালের দুটি ধারা বর্তমানে দেখা যায়। এদের একটি চলচ্চিত্র সঙ্গীত ও লঘু সঙ্গীতে এবং অপরটি লঘুধ্রুপদী ঠুমরি ধাঁচের সঙ্গীতে ব্যবহার করা হয়। ঠুমরিতে দীপচন্দীর যে ধাঁচটি ব্যবহার করা হয় তাকে সচরাচর দীপচন্দীর দাপ্তরিক রূপ ধরা হয়। এছাড়াও লোকসঙ্গীত, কাওয়ালি ও গজলেও দীপচন্দীর প্রয়োগ করা হয়। দীপচন্দীকে চঞ্চল, চঞ্চর এবং চচর তালও বলা হয়।[2]

বিশ্লেষণ

বোল/ঠেকা:

ধা ধিন - - ধা গে তিন - - তা তিন - - ধা গে ধিন

এই তালের ৩য়, ৭ম, ১০ম ও ১৪শ মাত্রার স্থানে ফাঁকা রয়েছে।

মাত্রা: ১৪, বিভাগ : ৪, তালি: ১ম, ৪র্থ ও ১১শ পদ, খালি: ৮, ছন্দবিভাজন: ৩।৪।৩।৪।

প্রকরণ

প্রথম প্রকরণ:

ধা - তে ট - ধা ধা |
তা তে ট তা তা

৫ম, ৭ম, ১২শ ও ১৪শ মাত্রার স্থানে ফাঁকা বিদ্যমান।

দ্বিতীয় প্রকরণ:

ধা তে ট ধা না ধে ট |
তা তে ট তা - তা -

তৃতীয় প্রকরণ:

ধা তে ট ধা না ধে ট |
তা তে ট তানা তেট তানা তেট

লাগি এবং তিহাই

লাগি ১: এই লাগিটি অপেক্ষাকৃত সহজ।

ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে | (১০মাত্রার)
তা তেরে কেটে ধা ধা তেরে কেটে

লাগি২: এই লাগিটি অপেক্ষাকৃত জটিল।

ধাতি ধাগে তুন্না কিন্না |
ধাতি ধাগে ধুন্না গিন্না

জনপ্রিয় সঙ্গীত

নিম্নোক্ত বলিউড চলচ্চিত্র সঙ্গীতে দীপচন্দী তালের প্রয়োগ করা হয়েছে: [3][4]

  1. আজি দিল পে কোই জোর চলতা নেহি – (মিলন - ১৯৬৭)
  2. নীলা আসমা সো গয়া – (সিলসিলা - ১৯৮১)
  3. আজি রুঠ কর আব কাহা জায়েগা – (আরজু - ১৯৬৫)
  4. মেরে আয়ে দিল বাতা – (ঝনক ঝনক পায়েল বাজে - ১৯৫৫)
  5. আব কে বারাস ভেজো – (বন্দিনী - ১৯৬৩
  6. চালা দিয়া দেকে গম – (সন অব ইন্ডিয়া - ১৯৬২)
  7. চন্দন কা পলনা রেশম কি ডোরি – (শবাব - ১৯৫৪)

তথ্যসূত্র

  1. "তাল"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০
  2. "DIPCHANDI TAL (DEEPCHANDI, CHANCHAR, CHOCHAR)"। chandrakantha.com। ২০২১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০
  3. "BOLLYWOOD FILM SONGS IN DIPCHANDI "A - L""। chandrakantha.com। ২০২১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০
  4. "BOLLYWOOD FILM SONGS IN DIPCHANDI M - Z"। chandrakantha.com। ২০২১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.