দীনেশ রঘু রমন

মেজর দীনেশ রঘু রমন, এসি ছিলেন জাঠ রেজিমেন্টের ১৯ তম ব্যাটালিয়নের ভারতীয় সামরিক কর্মকর্তা, যিনি মরণোত্তর ভাবে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার অশোক চক্রকে ভূষিত করেছিলেন। [1]


Dinesh Raghu Raman

AC
জন্ম(১৯৭৮-০৪-০৬)৬ এপ্রিল ১৯৭৮
New Delhi, India
আনুগত্য ভারত
সার্ভিস/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল1999-2007
পদমর্যাদা Major
সার্ভিস নম্বরIC-59263W
ইউনিট19 Jat
34 RR
পুরস্কার Ashoka Chakra

জীবনের প্রথমার্ধ

মেজর দীনেশ রঘু রমন জন্মগ্রহণ করেছিলেন ৬ এপ্রিল ১৯৭৮ সালে। তাঁর বাবার নাম সম্মানিত ক্যাপ্টেন এস কে মুর্তি এবং মায়ের নাম মালা। তিনি নয়াদিল্লির আইএনএ কলোনীর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তাঁর স্কুল জীবন সমাপ্ত করেন। তিনি ১৯৯৬ সালে মর্যাদাপূর্ণ জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে যোগদান করেছিলেন।

সামরিক ক্যারিয়ার

১৯৯৯ সালের ১১ ই ডিসেম্বর তাঁকে জাট রেজিমেন্টের ১৯ তম ব্যাটালিয়নে লেফটেন্যান্ট হিসাবে কমিশন করা হয়। তাঁর ব্যাচমেটের মধ্যে ছিলেন অশোক চক্র প্রাপক মেজর মোহিত শর্মা[2] ২০০৩ সালের ১১ ডিসেম্বর তাঁকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয় এবং ২০০৫ এর ১১ ই ডিসেম্বর তাঁকে মেজর হিসেবে নিয়োগ দেওয়া হয়। [3][4] তাঁর সংক্ষিপ্ত সামরিক জীবনে তিনি বিভিন্ন নিয়োগে দায়িত্ব পালন করেছিলেন এবং নেতৃত্ব এবং উৎসর্গের গুণাবলীর জন্য তাঁর সিনিয়রদের দ্বারা তিনি অত্যন্ত প্রশংসা অর্জন করেছিলেন। দ্রাস সেক্টরে অপারেশন পরাক্রমের অবদানের জন্য তিনি চিফ অফ আর্মি স্টাফ প্রশংসা পদকও পেয়েছিলেন।

২০০৭ সালের ২ অক্টোবর তিনি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সেক্টরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন। ফায়ার এক্সচেঞ্জের সময় তিনি সহকর্মীর আধিকারিকের চিৎকার শুনে তীব্র ফায়ারের মধ্যে তিনি সেদিকে অগ্রসর হন। এরপরে তিনি দু'জন সন্ত্রাসীকে হত্যা করেছিলেন তবে এ প্রক্রিয়াতে গুলিবিদ্ধ জখম টিকিয়ে রেখেছিলেন তিনি। অজ্ঞান হয়ে পড়ার আগে পর্যন্ত তিনি নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। পরে তাঁকে শ্রীনগরের বেস হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বীরত্বের জন্য, তিনি মরণোত্ততর ভাবে ভারতে সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার অশোক চক্র দ্বারা ভূষিত হয়েছিলেন।

অশোক চক্র পুরস্কার প্রাপ্ত

দীনেশ রঘু রমনের বাবা ২৬ জানুয়ারী ২০০৮ এ রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে অশোকচক্র গ্রহণ করেছিলেন।

ভারতের রাষ্ট্রপতি অশোক চক্রের উদ্ধৃতিতে উল্লেখ করেছিলেন যে মেজর রমন সর্বাধিক শৃঙ্খলার নেতৃত্ব এবং নেতৃত্বের পাশাপাশি সর্বাধিক সুস্পষ্ট সাহস প্রদর্শন করেছিলেন এবং জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। [5]

তথ্যসূত্র

  1. "Ashok Chakra for Brave Heart Major Dinesh Raghu Raman"। Daijiworld.com। PTI। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪
  2. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)" (পিডিএফ)। The Gazette of India। ২ ডিসেম্বর ২০০০। পৃষ্ঠা 1652।
  3. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)" (পিডিএফ)। The Gazette of India। ৩১ জুলাই ২০০৪। পৃষ্ঠা 1057। ২৩ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১
  4. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)" (পিডিএফ)। The Gazette of India। ২৯ এপ্রিল ২০০৬। পৃষ্ঠা 605। ২৩ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১
  5. "Ashoka Chakra Awardee Major Dinesh Raghu Raman and his act of Gallantry"PIB, Government of India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.