দি অ্যাপার্টমেন্ট

দি অ্যাপার্টমেন্ট (ইংরেজি: The Apartment) হল বিলি ওয়াইল্ডার প্রযোজিত ও পরিচালিত ১৯৬০ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। বিলি ওয়াইল্ডার ও আই.এ.এল ডায়মন্ড যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জ্যাক লেমনশার্লি ম্যাকলেইন। পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ফ্রেড ম্যাকমুরে, রে ওয়ালস্টন, জ্যাক ক্রুশ্চেন, ডেভিড লুইস, উইলার্ড ওয়াটারম্যান, হোপ হলিডে ও এডি অ্যাডামস।

দি অ্যাপার্টমেন্ট
চলচ্চিত্রের মূল পোস্টার
The Apartment
পরিচালকবিলি ওয়াইল্ডার
প্রযোজকবিলি ওয়াইল্ডার
চিত্রনাট্যকার
  • বিলি ওয়াইল্ডার
  • আই.এ.এল. ডায়মন্ড
শ্রেষ্ঠাংশে
সুরকারআডলফ ডয়েচ
চিত্রগ্রাহকজোসেফ লাশেল
সম্পাদকড্যানিয়েল ম্যান্ডেল
প্রযোজনা
কোম্পানি
দ্য মিরিশ কোম্পানি
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি১৫ জুন ১৯৬০
দৈর্ঘ্য১২৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩ মিলিয়ন
আয়$২৪.৬ মিলিয়ন[1]

চলচ্চিত্রটি ১৯৬০ সালের ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি ৩৩তম একাডেমি পুরস্কারে দশটি বিভাগে মনোনীত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনাশ্রেষ্ঠ চিত্রনাট্যসহ পাঁচটি বিভাগে পুরস্কৃত হয়।[2] লেমন ও ম্যাকলেইন তাদের অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

কুশীলব

  • জ্যাক লেমন - ক্যালভিন ক্লিফোর্ড "বাড" ব্যাক্সটার, ইনস্যুরেন্স কোম্পানির কেরানী
  • শার্লি ম্যাকলেইন - ফ্রান কুবেলিক, ব্যাক্সটারের প্রেমিকা
  • ফ্রেড ম্যাকমুরে - জেফ ডি. শেলড্রেক, ব্যাক্সটারের বস ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • রে ওয়ালস্টন - জো ডোবিশ, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • জ্যাক ক্রুশ্চেন - ডক্টর ড্রেফাস, ব্যাক্সটারের প্রতিবেশী
  • ডেভিড লুইস - আল কার্কবি, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • উইলার্ড ওয়াটারম্যান - মিস্টার ভ্যান্ডারহফ, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • ডেভিড হোয়াইট - মিস্টার এইচেলবার্গার, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • হোপ হলিডে - মিসেস মার্জি ম্যাকডগাল
  • এডি অ্যাডামস - মিস ওলসেন
  • জোন শলি - সিলভিয়া
  • নেওমি স্টিভেন্স - মিসেস মিলড্রেড ড্রেফাস
  • জনি সেভেন - কার্ল মাতুশকা, ফ্রানের ক্যাব ড্রাইভার
  • জয়েস জেমসন - বারে ব্লন্ডি
  • হ্যাল স্মিথ - বারে সান্তা ক্লস

তথ্যসূত্র

  1. "Box Office Information for The Apartment."The Numbers। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮
  2. "NY Times: The Apartment"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.