দিহিং পাটকাই উৎসব
দিহিং পাটকাই উৎসব (ইংরাজী: Dehing Patkai Festival) হচ্ছে ভারতের অসম রাজ্যের তিনসুকিয়া জেলায় অনুষ্ঠিত বাৎসরিক উৎসব। পাটকাই পর্বত ও দিহিং নদীর নাম অনুসারে এই উৎসবের নাম দিহিং পাটকাই উৎসব রাখা হয়েছে।[1][2][3] ২০০২ সাল থেকে এই উৎসব নিয়মিত ভাবে উৎযাপিত হয়ে আসছে। ২০০২ সালের মুখ্য অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি ড: এ.পি.জে আব্দুল কালাম। পর্যটকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে অসম সরকার এই উৎসবের আয়োজন করেন।[1]
দিহিং পাটকাই উৎসব | |
---|---|
আরম্ভ | ১৬ জানুয়ারী |
সমাপ্তি | ১৯ জানুয়ারী |
পুনরাবৃত্তি | বার্ষিক |
অবস্থান (সমূহ) | লেখাপানী, তিনসুকীয়া জেলা, অসম |
প্রবর্তিত | ডিসেম্বর, ২০০২ |
পর্যটক স্থান
দিহিং পাটকাই উৎসবে বিশেষ করে চা উদ্যোগের সাথে জড়িত স্থান ও স্থানীয় জনগোষ্ঠির দ্বারা ব্যবহৃত সামগ্রির মেলা ও প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ ইত্যাদির প্রতি লক্ষ রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের সমাধিস্থল পরিদর্শন করা এই উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ ও অসম ও মায়ানমারকে সংযুক্ত করা ষ্টিলয়েল পথ দর্শন করার সুবিধা দেওয়া হয়।[1][2][3] এই উৎসবে খাদ্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পর্যটকদের হাতি বা গাড়ি দিয়ে বনাঞ্চল ভ্রমণ করার সুবিধা দেওয়া হয়। এই উৎসবের সময় চা বাগান ও ডিগবয়ের তৈল শোধানাগার পরিভ্রমন করার সুবিধা দেওয়া হয়।[1][3]
তথ্যসূত্র
- "Dehing Patkai Festival"। North East India। ১৩ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১০।
- "Dehing Patkai Festival"। Locate India। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১০।
- "Dehing Patkai Festival"। Incredible Northeast India। ১৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১০।