দিবালোক
দিবস ঘটিকায় সূর্যের যাবতীয় প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ আলো বা রোদের সমাহারই দিবালোক বা দিনের আলো। সরাসরি সূর্যালোক এবং বায়ুমণ্ডল দ্বারা বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আকাশের বিকিরণ দিবালোকের অন্তর্ভুক্ত। সেই সাথে পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠস্থ মাটি ও ভবনের ন্যায় বস্তু দ্বারা প্রতিফলিত সূর্যালোক ও উল্লেখিত বিকিরণকেও সচরাচর দিবালোকের অন্তর্ভুক্ত করা হয়। মহাকাশীয় বস্তু যেমন গ্রহ-নক্ষত্র দ্বারা বিক্ষিপ্ত বা প্রতিফলিত সূর্যালোককে সাধারণত দিবালোক হিসেবে ধরা হয় না। একইভাবে, চাঁদের আলো সূর্যের প্রতিফলিত আলো হলেও তা অপ্রত্যক্ষভাবে পৃথিবীতে আসায় একেও দিবালোকের বহির্ভূত রাখা হয়। দিবস ঘটিকা হল একটি সৌরদিনের সেই পর্যায়টুকু যখন দিনের আলো দৃষ্টিগোচর হয় অর্থাৎ একটি সৌরদিনের যে পর্যায়টিতে সূর্য থেকে সরাসরি আলো পাওয়া যায় ঐ সময়টিই দিবস ঘটিকা। পৃথিবী ঘূর্ণের ফলে দিবালোক ঘটে এবং পৃথিবীর যে অংশেই সূর্য তার দীপ্তি ছড়ায় সেখানেই দিবালোক ঘটে বিবেচনা করা হয়।
সংজ্ঞা
পৃথিবীর কয়েক ডিগ্রি নির্দিষ্ট অবস্থানে দিগন্তের উপর সূর্য থাকলেই ঐ অঞ্চলগুলোতে দিনের আলো উপস্থিত থাকবে। প্রকৃতপক্ষে যেকোন মুহূর্তে পৃথিবীর ৫০% এর চেয়ে সামান্য বেশি অংশ জুড়ে দিবালোক পাওয়া যায়। যাইহোক, দিনের আলোর দীপনের পরিমাণ দুপুর বেলা সরাসরি রোদের ক্ষেত্রে ১২০,০০০ লাক্স শুরু করে ঘন ঝোড়ো মেঘ বা দিগন্তে সূর্যের অবস্থানের ক্ষেত্রে ৫ লাক্সের মধ্যে ওঠা-নামা করতে পারে। এমনকি খুবই দুর্লভ কিছুক্ষেত্রে দীপন ১ লাক্সের নিচেও নামতে পারে। দুপুরের রোদের কারণে চোখের প্রদাহ হতে পারে এবং শেষোক্ত দুটি ক্ষেত্র দূরবর্তী সড়ক বাতির ছায়াকে দৃষ্টিগ্রাহ্য করতে পারে। ধোঁয়া, ধূলো[1] ও আগ্নেয়গিরির ছাইয়ের[2] ন্যায় বায়ুমণ্ডলীয় বস্তুকণার খুবই উচু মাত্রা এবং সূর্যগ্রহণের মত অস্বাভাবিক পরিস্থিতিতে দিনের বেলাতেও ঘন অন্ধকার হতে পারে।
ক্ষেত্রভেদে দিবালোকের তীব্রতা
দীপন | উদাহরণ |
---|---|
১২০,০০০ লাক্স | উজ্জ্বলতম রোদ |
১১১,০০০ লাক্স | উজ্জ্বল রোদ |
১০৯,৮৭০ লাক্স | এয়ারমাস ১.৫ বৈশ্বিক সৌর বর্ণালীর রোদ (= ১০০০.৪ ওয়াট/বর্গমিটার) [3] |
২০,০০০ লাক্স | Shade illuminated by entire clear blue sky, মধ্যাহ্ন |
১,০০০–২,০০০ লাক্স | বিশেষ মেঘাচ্ছন্ন দিন, মধ্যাহ্ন |
৪০০ লাক্স | পরিষ্কার দিনে সূর্যোদয় বা সূর্যাস্ত (পরিব্যাপ্ত আলো) |
<২০০ লাক্স | প্রচণ্ড ঘন ঝোড়ো মেঘ, মধ্যাহ্ন |
৪০ লাক্স | সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, সূর্যাস্ত/সূর্যোদয় |
<১ লাক্স | প্রচণ্ড ঘন ঝোড়ো মেঘ, সূর্যাস্ত/সূর্যোদয় |
তু্লনাস্বরূপ রাতের বেলা বিভিন্ন আলোর তীব্রতা:
দীপন | উদাহরণ |
---|---|
<১ লাক্স | চাঁদের আলো,[4] রাত্রিকালীন পরিষ্কার আকাশ |
০.২৫ লাক্স | পূর্ণিমা, রাত্রিকালীন পরিষ্কার আকাশ[5][6] |
০.০১ লাক্স | পূর্ণিমা ব্যতিত অন্যান্য তিথি, রাত্রিকালীন পরিষ্কার আকাশ |
০.০০২ লাক্স | তারার আলো, চাঁদ বিহীন রাতের পরিষ্কার আকাশ, বায়ু প্রভাসহ[5] |
০.০০০২ লাক্স | তারার আলো, চাঁদ বিহীন রাতের পরিষ্কার আকাশ, বায়ু প্রভা ব্যতিত[5] |
০.০০০১৪ লাক্স | উজ্জ্বলতম অবস্থায় শুক্র গ্রহ,[5] রাত্রিকালীন পরিষ্কার আকাশ |
০.০০০১ লাক্স | তারার আলো, চাঁদ বিহীন রাতের মেঘাচ্ছন্ন আকাশ[5] |
তথ্যসূত্র
- Cox, Clifford। "Dust Bowl"। Perryton.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১।
- । USGS শিরোনাম=Volcanic Ash Impacts & Mitigation http://volcanoes.usgs.gov/ash/ শিরোনাম=Volcanic Ash Impacts & Mitigation
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১।|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - "Air mass (solar energy)"। Wikipedia। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।
- Bunning, Erwin; Moser, Ilse (এপ্রিল ১৯৬৯)। "Interference of moonlight with the photoperiodic measurement of time by plants, and their adaptive reaction" (Scholar search)। Proceedings of the National Academy of Sciences of the United States of America। 62 (4): 1018–22। ডিওআই:10.1073/pnas.62.4.1018। পিএমআইডি 16591742। পিএমসি 223607 । বিবকোড:1969PNAS...62.1018B। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১০।
- Schlyter, Paul (২০০৬)। "Radiometry and photometry in astronomy FAQ"।
- "Petzl reference system for lighting performance"। ২০০৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-২৪।