দিঘলী ইউনিয়ন
দিঘলী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
দিঘলী | |
---|---|
ইউনিয়ন | |
১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদ | |
দিঘলী দিঘলী | |
স্থানাঙ্ক: ২২°৫৪′৭″ উত্তর ৯০°৫৫′১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ১৭.২৩ বর্গকিমি (৬.৬৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৮৩৯ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
দিঘলী ইউনিয়নের আয়তন ৪,২৫৮ একর[1] (১৭.২৩ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ আদমশুমারী অনুসারে দিঘলী ইউনিয়নের জনসংখ্যা ২৪,৮৩৯ জন।[1] এর মধ্যে পুরুষ ১১,৩৪৭ জন এবং নারী ১৩,৪৯২ জন।
অবস্থান ও সীমানা
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাংশে দিঘলী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে হাজিরপাড়া ইউনিয়ন, পশ্চিমে মান্দারী ইউনিয়ন, দক্ষিণে কুশাখালী ইউনিয়ন এবং পূর্বে চর শাহী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
দিঘলী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
দিঘলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭০%।
শিক্ষা প্রতিষ্ঠান
- দিঘলী উচ্চ বিদ্যালয়
- খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়
- জামিরতলী উচ্চ বিদ্যালয়
- রাজাপুর উচ্ছ বিদ্যালয়
- খাগুড়িয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা
- দিঘলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রমাপুর আহমদ উল্লাহ স্মৃতি রেজিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- পশ্চিম দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খাল ও নদী
• ওয়াপদা খাল • রহমতখালী নদী
হাট-বাজার
- দিঘলী বাজার
- রাজাপুর ভুঁইয়া মার্কেট
- তাল গাস্থল শপিং সেন্টার
দর্শনীয় স্থান
- ড্রিম হাউজ, নবী নগর।
- ছাতা মসজিদ, নবী নগর।
- গোয়ালীয়া দিঘি, নবী নগর ও পূর্ব দিঘলী।
- মিয়া বাড়ি জামে মসজিদ
উল্লেখযোগ্য ব্যক্তি
[১] হাজী নূর উন নবী (বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক)
[২] ইঞ্জিনিয়ার শাফায়েত হোসাইন ( (যুক্তরাষ্ট্র সফ্টওয়ার ডেভলোপার )
[৩] মোর্শেদ আলম (ডেপুটি কন্ট্রোলার বুয়েট )
[৪] এডভোকেট রমজান আলী
জনপ্রতিনিধি
- চেয়ারম্যান - প্যানেল চেয়ারম্যান দ্বারা পরিচালিত।
তথ্যসূত্র
- Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।