দিওয়ানি মাস্তানি
"দিওয়ানি মাস্তানি" (হিন্দি: दीवानी मस्तानी) বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র দিওয়ানি মাস্তানির একটি জনপ্রিয় গান।[1] চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি লাভ করে। গানটির সুরকার হলেন সঞ্জয় লীলা বানসালী এবং গানটিতে কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল।গানটি রেকর্ডের সময় কোরাসে ছিলেন গণেশ চন্দনশিব, মুজতবা আজীজ নাযা, আলতামাশ ফরিদি, ফারহান সাবরি।[2] মুূলত গানটি লিখেছেন সিদ্ধার্থ গরিমা, তবে গানটির মারাঠি সংস্করণ লিখেছেন গণেশ চন্দন শিব এবং কাউয়ালি সসংস্করণ লিখেছেন নাসির ফারায।[3]
"দিওয়ানি মাস্তানি" | ||
---|---|---|
বাজিরাও মাস্তানি অ্যালবাম থেকে | ||
শ্রেয়া ঘোষাল (কোরাসে ছিলেন গণেশ চন্দনশিব, মুজতবা আজীজ নাযা, আলতামাশ ফরিদি, ফারহান সাবরি) কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | হিন্দি | |
মুক্তিপ্রাপ্ত | ১৭ অক্টোবর ২০১৫ | |
রেকর্ডকৃত | ওয়াও এন্ড ফ্লুটার স্টুডিও, মুম্বাই | |
ধারা | চলচ্চিত্র, লোক সঙ্গীত, কাউয়ালি | |
দৈর্ঘ্য | ৫:৪০ | |
লেবেল | ইরোস | |
গান লেখক | সিদ্ধার্থ গরিমা (মারাঠি লিরিক্স লিখেছেন গণেশ চন্দনশিব) (কাউয়ালি লিরিক্স লিখেছেন নাসির ফারাজ) | |
প্রযোজক |
| |
বাজিরাও মাস্তানি track listing | ||
| ||
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "দিওয়ানি মাস্তানি" |
তথ্যসূত্র
- "Bajirao Mastani declared Blockbuster."। DekhNews। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৬।
- ""Deewani Mastani" song details"। iTunes। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- "Deewani Mastani Lyricist."। Eros International। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
বহিংঃ সংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.