দিওড় ইউনিয়ন

দিওড় ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

দিওড়
ইউনিয়ন
৪নং দিওড় ইউনিয়ন
দিওড় রংপুর বিভাগ-এ অবস্থিত
দিওড়
দিওড়
দিওড় বাংলাদেশ-এ অবস্থিত
দিওড়
দিওড়
বাংলাদেশে দিওড় ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°২২′১৯″ উত্তর ৮৮°৫৮′৫০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাবিরামপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট৭,৯৬০ একর বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২২,৬৪৯ (২,০১১সালের আদমশুমারি অনুযায়ী)
সাক্ষরতার হার
  মোট৪৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

কালের স্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে দিওড় ইউনিয়ন হল একটি ঐতিহ্যবাহী অঞ্চল। কাল পরিক্রমায় আজ দিওড় ইউনিয়ন , সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ দিওড় ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সুউজ্জ্বল।[1]

আয়তন

ইউনিয়নটির আয়তন প্রায় ৭৯৬০ একর।

জনসংখ্যা

মহিলা ১১২০২ জন এবংং পুরুষ ১১২৯১ জন।

প্রশাসনিক তথ্য

এই ইউনিয়নের গ্রামের সংখ্যা ৪২ টি, মৌজার সংখ্যা ২৭ টি।

ইউনিয়ন পরিষদ জনবল

১৩ জন নির্বাচিত পরিষদ সদস্য, একজন ইউনিয়ন পরিষদ সচিব, দশজন ইউনিয়ন গ্রাম পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদটি গড়ে উঠেছে।

হাট/বাজার সংখ্যা

৪ টি।

শিক্ষার হার

দিওড়ে শিক্ষার হার ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী) এবং সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩টি, উচ্চ বিদ্যালয় ৫টি, মাদ্রাসা ৬টি এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত।

দায়িত্বরত চেয়ারম্যান

জনাব মোঃ আবদুল মালেক মন্ডল

গুরুত্বর্পূণ স্থান

এই ইউনিয়নে ৩টি ধর্মীয় প্রতিষ্ঠান আছে।

বন এলাকা

১৪২ হেক্টর

জলাশয়

৪০ হেক্টর।

শিক্ষা প্রতিষ্ঠান

  • শিয়ালা প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর

তথ্যসূত্র

  1. http://diorup.dinajpur.gov.bd/site/page/6b4d7fa5-18fd-11e7-9461-286ed488c766/%E0%A6%8F%E0%A6%95%20%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87%20---%20%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.