দারুল উলুম নদওয়াতুল উলামা
দারুল উলুম নাদওয়াতুল উলামা (উর্দু: دار العلوم ندوۃ العلماء, হিন্দি: दारुल उलूम नदवतुल उलमा, ইংরেজি: Darul Uloom Nadwatul Ulama) হলো ভারত-এর লখনৌ শহরে অবস্থিত একটি প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান৷ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিম ছাত্ররা বিপুল সংখ্যায় এখানে পড়াশোনা করে৷[1][2][3][4] ১৮৯৮ সালে নদওয়াতুল উলামা এটি প্রতিষ্ঠা করে। যা বর্তমানে পরিষদটি থেকেও জনপ্রিয়।[5][6][7][8][9]
নীতিবাক্য | إلی الإسلامِ مِن جدید |
---|---|
বাংলায় নীতিবাক্য | "ইলাল ইসলাম মিন জাদীদ" |
ধরন | ইসলামী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৮৯৮ খ্রিষ্টাব্দ |
রেক্টর | রাবে হাসানী নাদভী |
অধ্যক্ষ | সাঈদুর রহমান আযমী নাদভী |
শিক্ষার্থী | ৪৫০০+ |
অবস্থান | , , ১২.৩৪° উত্তর ৯৮.৭৬° পশ্চিম |
শিক্ষাঙ্গন | শহর |
ভাষা | উর্দু, আরবি, ইংরেজি |
ওয়েবসাইট | nadwa |
a Further education. |
ইতিহাস
১৮৯৪ সালে নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হয়। যার অগ্রনায়ক ছিলেন মুহাম্মদ আলি মুঙ্গেরি। এর ৪ বছর পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে দারুল উলুম নদওয়াতুল উলামার ভিত্তি স্থাপিত হয়।[10]
প্রকাশনা
এ প্রতিষ্ঠান থেকে আল বাসুল ইসলামি ও আর রায়িদ প্রকাশিত হয়। আন নদওয়া ভূতপূর্ব উর্দু সাময়িকী।
তথ্যসূত্র
উদ্ধৃতি
- Khan, Ghazanfar Ali (২০০১)। "Nadvat_al_Ulama: a centre of islamic learning"। Aligarh Muslim University।
- Islam, Habib Shahidul (২০১৪)। "The role of darul uloom nadwatul ulema in the field of arabic journalism in India a study"। Gauhati University।
- আহমদ, মুবারক (২০১২)। এ স্টাডি অন এরাবিক প্রোস রাইটার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা মুহাম্মদ রাবে হাসানী নদভী। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৫৬–৫৯। hdl:10603/115224।
- জুবাইলিয়া, পি (২০২০)। দারুল উলুম নদওয়াতুল উলামা ইটস কন্ট্রিবিউশানস টু দি ডেভেলপমেন্ট অব এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এন অ্যানালাইটিকাল স্টাডি। ভারত: কালিকট বিশ্ববিদ্যালয়। hdl:10603/306944।
- Daur-o-Daril uloom Li Nadwatil ulama Fi Tarweej il Adabil Arabi wad Dirasatil Islamiah: Dirasah Tahliliyah Naqdiyah।
- খান, জাফরুল ইসলাম (২০১২)। "নদওয়াতুল উলামা"। ব্রিল অনলাইন (ইংরেজি ভাষায়)।
- Some aspects of the development of traditional education in islamic institutions during the 20th century।
- Islamic sciences in india and indonesia: a comparative study।
- Musahamatu darul uloom nadwatul ulama fi nashril lughatil arabiati wal adabil Islami wa dauruha fi majalis sahafati wal elam।
- আসির আদ্রাভি, নিজামুদ্দিন (২০১৬)। তাজকিরাহ মাশাহিরে হিন্দ: কারওয়ানে রাফতা (উর্দু ভাষায়)। দেওবন্দ: দারুল মুআল্লিফীন। পৃষ্ঠা ২৩৫।
গ্রন্থপঞ্জি
- hdl:10603/17604
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.