দারুল উলুম নদওয়াতুল উলামা

দারুল উলুম নাদওয়াতুল উলামা (উর্দু: دار العلوم ندوۃ العلماء, হিন্দি: दारुल उलूम नदवतुल उलमा, ইংরেজি: Darul Uloom Nadwatul Ulama) হলো ভারত-এর লখনৌ শহরে অবস্থিত একটি প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান৷ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিম ছাত্ররা বিপুল সংখ্যায় এখানে পড়াশোনা করে৷[1][2][3][4] ১৮৯৮ সালে নদওয়াতুল উলামা এটি প্রতিষ্ঠা করে। যা বর্তমানে পরিষদটি থেকেও জনপ্রিয়।[5][6][7][8][9]

দারুল উলুম নাদওয়াতুল উলামা
নীতিবাক্য
إلی الإسلامِ مِن جدید
বাংলায় নীতিবাক্য
"ইলাল ইসলাম মিন জাদীদ"
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৮৯৮ খ্রিষ্টাব্দ
রেক্টররাবে হাসানী নাদভী
অধ্যক্ষসাঈদুর রহমান আযমী নাদভী
শিক্ষার্থী৪৫০০+
অবস্থান, ,
১২.৩৪° উত্তর ৯৮.৭৬° পশ্চিম / 12.34; -98.76
শিক্ষাঙ্গনশহর
ভাষাউর্দু, আরবি, ইংরেজি
ওয়েবসাইটnadwa.in

a Further education.

ইতিহাস

১৮৯৪ সালে নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হয়। যার অগ্রনায়ক ছিলেন মুহাম্মদ আলি মুঙ্গেরি। এর ৪ বছর পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে দারুল উলুম নদওয়াতুল উলামার ভিত্তি স্থাপিত হয়।[10]

প্রকাশনা

এ প্রতিষ্ঠান থেকে আল বাসুল ইসলামিআর রায়িদ প্রকাশিত হয়। আন নদওয়া ভূতপূর্ব উর্দু সাময়িকী।

তথ্যসূত্র

উদ্ধৃতি

  1. Khan, Ghazanfar Ali (২০০১)। "Nadvat_al_Ulama: a centre of islamic learning"Aligarh Muslim University
  2. Islam, Habib Shahidul (২০১৪)। "The role of darul uloom nadwatul ulema in the field of arabic journalism in India a study"Gauhati University
  3. আহমদ, মুবারক (২০১২)। এ স্টাডি অন এরাবিক প্রোস রাইটার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা মুহাম্মদ রাবে হাসানী নদভী। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৫৬–৫৯। hdl:10603/115224
  4. জুবাইলিয়া, পি (২০২০)। দারুল উলুম নদওয়াতুল উলামা ইটস কন্ট্রিবিউশানস টু দি ডেভেলপমেন্ট অব এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এন অ্যানালাইটিকাল স্টাডিভারত: কালিকট বিশ্ববিদ্যালয়। hdl:10603/306944
  5. Daur-o-Daril uloom Li Nadwatil ulama Fi Tarweej il Adabil Arabi wad Dirasatil Islamiah: Dirasah Tahliliyah Naqdiyah
  6. খান, জাফরুল ইসলাম (২০১২)। "নদওয়াতুল উলামা"ব্রিল অনলাইন (ইংরেজি ভাষায়)।
  7. Some aspects of the development of traditional education in islamic institutions during the 20th century
  8. Islamic sciences in india and indonesia: a comparative study
  9. Musahamatu darul uloom nadwatul ulama fi nashril lughatil arabiati wal adabil Islami wa dauruha fi majalis sahafati wal elam
  10. আসির আদ্রাভি, নিজামুদ্দিন (২০১৬)। তাজকিরাহ মাশাহিরে হিন্দ: কারওয়ানে রাফতা (উর্দু ভাষায়)। দেওবন্দ: দারুল মুআল্লিফীন। পৃষ্ঠা ২৩৫।

গ্রন্থপঞ্জি

  • hdl:10603/17604

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.