দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া হরিপুর

দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া হরিপুর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া হরিপুর
ধরনমাদ্রাসা
প্রতিষ্ঠাতাখাজা আবদুর রহমান চৌহরভী
অধিভুক্তিতানজীম উল মাদারিস আহলে সুন্নাত
শিক্ষার্থী৫০০+
অবস্থান

অবস্থান

দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে অবস্থিত।[1]

ইতিহাস

খাজা আবদুর রহমান চৌহরভী ১৯০২ সালে দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া একটি ছোট মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠা করেন। এখন এটি হাজারা জেলা পর্যায়ে একটি বৃহৎ ইসলামী মাদ্রাসায় পরিণত হয়েছে। তার আন্তরিকতা ও নিষ্ঠা, উচ্চ সংকল্প ও উচ্চদৃষ্টির কারণে এই মাদ্রাসার সকল উন্নয়ন ও প্রসারণ, খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। তার মৃত্যুর পর এই মাদ্রাসা পরিচালনা করেন মাওলানা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি

শিক্ষার্থী

বর্তমান পরিসংখ্যান অনুসারে এই মাদ্রাসার ছাত্রসংখ্যা প্রায় পাঁচ শতাধিক।

স্নাতক

দারুল উলূম ইসলামিয়া রহমানিয়া’র একশ বছরের ইতিহাসে স্নাতক সংখ্যা চার হাজারেরও বেশি। এর মধ্যে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত আলেমরাও রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এবং স্বদেশের প্রতিরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শিক্ষকবৃন্দ

প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মাদ্রাসায় দেশের অনেক প্রখ্যাত ইসলামি পণ্ডিত শিক্ষকতা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন: কাজী আবদুল সোবহান (হরিপুর), মাওলানা খলিল-উর-রেহমান (সিকান্দারপুর), মুফতি সাইফ-উর-রেহমান (খালাবাত), মাওলানা জুবায়ের শাহ (আত্তক), মাওলানা আবদুল হাকিম কাদরী (লাহোর), মাওলানা আমির আলী শাহ (মনসেহরা)।[2]

তথ্যসূত্র

  1. "Darul Aloom Islamia Rehmania Haripur"kp.gov pk। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১
  2. "دارالعلوم اسلامیہ رحمانیہ (ہری پور)"। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.