দারা সিং
দারা সিং (১৯ নভেম্বর ১৯২৮ - ১২ জুলাই ২০১২) একজন ভারতীয় পেশাদারি কুস্তিগীর, অভিনেতা এবং রাজনীতিবিদ ছিলেন। উনি ১৯৫২ সাল থেকে অভিনয় শুরু করেন এবং প্রথম ক্রীড়াবিদ যাকে রাজ্যসভায় পাঠানো হয়। হিন্দি ও পাঞ্জাবি সিরিয়াল এবং সিনেমাতে উনি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক হিসাবে কাজ করেছেন।
দারা সিং | |
---|---|
ਦਾਰਾ ਸਿੰਘ ਰੰਧਾਵਾ | |
জন্ম | দারা সিং রানধাওয়া ১৯ নভেম্বর ১৯২৮ |
মৃত্যু | ১২ জুলাই ২০১২ ৮৩) | (বয়স
মৃত্যুর কারণ | হৃদরোগ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | "রুস্তম-এ-হিন্দ" "আইরনম্যান অফ ইন্ডিয়ান সিনেমা""" "দ্যা অরিজিনাল মাসলম্যান অফ বলিউড" |
পেশা | পেশাদারি কুস্তি, অভিনেতা, রাজনীতিবিদ |
কর্মজীবন | ১৯৪৭–১৯৮৩ (কুস্তিগীর) ১৯৫০–২০১২ (অভিনেতা) ২০০৩-২০০৯ (রাজনীতিবিদ) |
উচ্চতা | ৬ ফিট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[2] |
দাম্পত্য সঙ্গী | বাচনো কৌর (বি. ১৯৩৭–১৯৫০) সুরজিত কৌর (বি. ১৯৬১) |
সন্তান | ৬; পারদুমান রানধাওয়া (অভিনেতা) বিন্দু দারা সিং আমরিক সিং রানধাওয়া (প্রযোজক) |
আত্মীয় | দেখুন রানধাওয়া পরিবার |
ওয়েবসাইট | dara-singh |
রিংয়ে নাম | দারা সিং |
কথিত উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[2] |
কথিত ওজন | ১২৭ কেজি (২৮০ পা) |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | পাঞ্জাব, ভারত |
প্রশিক্ষক | হারনাম সিং |
অভিষেক | ১৯৪৮ |
অবসর | ১৯৮৩ |
তথ্যসূত্র
- "Dara Singh Passes Away"। The Times of India। ১২ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-০১।
- "Wrestler Finds Acting Easy, Is Idol Of India's Morie Fans, p.2"। Bombay: The Milwaukee Journal। ৯ মে ১৯৬৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.