দামকুড়া ইউনিয়ন
দামকুড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দামকুড়া | |
---|---|
ইউনিয়ন | |
দামকুড়া দামকুড়া | |
স্থানাঙ্ক: ২৪°২৩′৩৩″ উত্তর ৮৮°৩২′৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | পবা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মো: আব্দুস সালাম |
আয়তন | |
• মোট | ১৭.৩৫ বর্গকিমি (৬.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[1]) | |
• মোট | ২০,৭৮১ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬০২১ |
ওয়েবসাইট | www |
অবস্থান ও আয়তন
দামকুড়া ইউনিয়নের পশ্চিমে দেওপাড়া ইউনিয়ন ও পূর্বে হড়গ্রাম ইউনিয়ন অবিস্থত।[2] দামকুড়া ইউনিয়নের আয়তন ১৭.৩৫ বর্গ কিলোমিটার।
প্রশাসনিক এলাকা
এখানে গ্রামের সংখ্যা ২৩ টি, মৌজার সংখ্যা ১৩ টি, এবং হাট/বাজার সংখ্যা ০২ টি। এই ইউনিয়নের গ্রামগুলো হচ্ছেঃ আলোক ছত্র, আশগ্রাম, বাইশ বলদ, বাথান বাড়ী, ভিমের ডাইং, দেলুয়াবাড়ী, গোসাই পুর, হরিষার ডাইং, কাদিপুর, ভবানীপুর, কলার টিকর, দেশলাপাড়া, পুরাতন মধুপুর, বিন্দারামপুর, মুরারীপুর, ভাবকী মধুপুর, জোতরাবন, মধুপুর, দামকুড়া হাট-(মাহালীপাড়া), মেদোবাড়ী, রাহী, শিতলাই ও গোবিন্দপুর।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ২০,৭৮১ জন (প্রায়)।[2][3] দামকুড়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ৬৫%।
শিক্ষা
শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ০১টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি, বালিকা উচ্চ বিদ্যালয়ঃ ০১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, মাদ্রাসা- ০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৪টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০১টি।[2]
অর্থনীতি
এখানকার মানুষের প্রধান অর্থনীতি কৃষি। এখানে প্রচুর আম, পেঁপে, কলা, লিচু, ধান, ভূট্টা চাষ হয়। এছাড়া দামকুড়া বাজারকে কেন্দ্র করে এখানে ছোট ছোট ব্যবসার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যা এই এলাকার প্রাণকেন্দ্র।
উল্লেখযোগ্য ব্যক্তি
নদীসমূহ
দামকুড়া ইউনিয়নে একটি সুবিশাল খাল রয়েছে। যেটি জোহাখালি নামে পরিচিত। খালটি পদ্মা নদীর রাজাবাড়ী অংশ থেকে উৎপত্তি হয়েছে। খালটি প্রস্থে ছোট হলেও দৈর্ঘ্যে বিশাল। খালটি দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় এবং একই সাথে দামকুড়া হাটের পাশ দিয়ে বয়ে গেছে। দামকুড়া হাটে এই খালটির উপরে একটি ব্রিজ রয়েছে।
তথ্যসূত্র
- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
- "এক নজরে ১নং দামকুড়া ইউনিয়ন পরিষদ"। http://damkuraup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- দামকুড়া ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।