দান শেখ্তমান
দান শেখ্তমান (হিব্রু ভাষায়: דן שכטמן) টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি এর ম্যাটেরিয়ালস সায়েন্স এর ফিলিপ টোবিয়াস অধ্যাপক, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এনার্জি এর অ্যাসোসিয়েট এবং আইওয়া স্টেট ইউনিভার্সিটি এর ম্যাটেরিয়ালস সায়েন্স এর অধ্যাপক। তিনি ২০১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
দান শেখ্তমান | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি |
পরিচিতির কারণ | কোয়াসিক্রিস্টালস |
দাম্পত্য সঙ্গী | Tzipora Shechtman |
পুরস্কার | ইসরায়েল পুরস্কার (১৯৯৮) পদার্থবিজ্ঞানে ওলফ পুরস্কার (১৯৯৯) গ্ৰেগরী আমিনফ পুরস্কার (২০০০) রসায়নে নোবেল পুরস্কার (২০১১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ম্যাটেরিয়ালস সায়েন্স |
প্রতিষ্ঠানসমূহ | রাইট-প্যাটার্সন এয়ারফোর্স বেস জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি আইওয়া স্টেট ইউনিভার্সিটি টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি |
জীবনী
শেখ্তমান টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে যন্ত্র প্রকৌশলে ১৯৬৬ সালে বিজ্ঞানে স্নাতক, উপাদান প্রকৌশলে ১৯৬৮ সালে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৭২ সালে পিএইচডি উপাধি অর্জন করেন।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.