দানিয়েল ফেবলেস
দানিয়েল রিকার্দো ফেবলেস আরগেয়েস (স্পেনীয়: Daniel Febles; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯১; দানিয়েল ফেবলেস নামে সুপরিচিত) হলেন একজন ভেনেজুয়েলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দানিয়েল রিকার্দো ফেবলেস আরগেয়েস | ||
জন্ম | ৮ ফেব্রুয়ারি ১৯৯১ | ||
জন্ম স্থান | কারাস্কাস, ভেনেজুয়েলা | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ঢাকা মোহামেডান | ||
জার্সি নম্বর | ৭ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১০ | কারাস্কাস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৩ | কারাস্কাস | ২৬ | (২) |
২০১২ | → আরাগুয়া (ধার) | ১৪ | (১) |
২০১৪–২০১৫ | আতলেতিকো ভেনেজুয়েলা | ৪৮ | (৩) |
২০১৫–২০১৮ | দেপোর্তিভো তাচিরা | ২৫ | (২) |
২০১৭ | → মোনাগাস (ধার) | ৪২ | (৯) |
২০১৮ | সিউল ই-ল্যান্ড | ৫ | (০) |
২০১৮–২০১৯ | গুয়াবিরা | ১৪ | (১) |
২০১৯ | কারাবোবো | ২৭ | (২) |
২০২০–২০২২ | আরাগুয়া | ৪৬ | (০) |
২০২২– | ঢাকা মোহামেডান | ০ | (০) |
জাতীয় দল | |||
২০১১ | ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১৫, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
২০১১ সালে, ফেবলেস ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের হয়ে ভেনেজুয়েলার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
দানিয়েল রিকার্দো ফেবলেস আরগেয়েস ১৯৯১ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে ভেনেজুয়েলার কারাস্কাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবার নাম পেদ্রো ফেবলেস, তিনিও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।[1]
আন্তর্জাতিক ফুটবল
ফেবলেস ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ভেনেজুয়েলার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[2] ভেনেজুয়েলার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
- "Plantilla 1ra División"। Caracasfutbolcub.com। ২৭ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২।
- "Venezuela U20 vs. Uruguay U20 - 20 January 2011 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
- সকারওয়েতে দানিয়েল ফেবলেস (ইংরেজি)
- সকারবেসে দানিয়েল ফেবলেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে দানিয়েল ফেবলেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে দানিয়েল ফেবলেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে দানিয়েল ফেবলেস (ইংরেজি)