দাদীমা

দাদীমা হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক এবং অমি বনি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল, এছাড়াও এটির কাহিনী ও সংলাপও লিখেছেন তিনি।[1] এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, আনোয়ারা বেগম, শাকিব খানঅপু বিশ্বাস। এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ওমর সানী, প্রার্থনা ফারদিন দিঘী, রিনা খানএটিএম শামসুজ্জামান, প্রমূখ।[2][3]

দাদীমা
দাদীমা চলচ্চিত্রের ডিভিডি প্রচ্ছদ
পরিচালকএফ আই মানিক
প্রযোজকমনোয়ার হোসেন ডিপজল
রচয়িতামনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকঅমি বনি কথাচিত্র
মুক্তি২৪ নভেম্বর ২০০৬ (2006-11-24)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ভূমিকা

দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে ছবির গল্প। যে দুই পরিবারকে কোনোভাবেই মীমাংসার দিকে নিয়ে যাওয়া যায় না। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হন দাদীমা (আনোয়ারা)। কিন্তু এরইমধ্যে আকাশ খান (শাকিব খান) ও প্রতিপক্ষ পরিবারের মেয়ে তাসমিনা সুলতানা প্রীতির (অপু বিশ্বাস) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দা-কুমড়ো সম্পর্ক যে পরিবারের মধ্যে, সেই দুই পরিবারের দুই তরুণ তরুণীর প্রেমের সম্পর্কের কেমন পরিণতি হয়? কিংবা তাদের সম্পর্ক কি দুই পরিবারকে এক করতে কোনো ভূমিকা রাখবে?[4]

অভিনয়

[5]

তথ্যসূত্র

  1. "আগামীকাল দেখা যাবে 'দাদীমা'"The Daily Ittefaq। ২০১৭-০১-০১। ২০২১-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০
  2. ডেস্ক, বিনোদন। "ছোট পর্দায় শাকিব–অপু"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮
  3. "ছোটপর্দায় শাকিব-অপুর 'দাদীমা'"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮
  4. "শনিবার দুপুরে শাকিব-অপুর 'দাদীমা'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮
  5. "শাকিব-অপুর আলোচিত ছবি দাদীমা ছোট পর্দায়"Sunamganjer Chokh | সুনামগঞ্জের চোখ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.