দাদার কীর্তি
দাদার কীর্তি ১৯৮০ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র ।
দাদার কীর্তি | |
---|---|
পরিচালক | তরুণ মজুমদার |
রচয়িতা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | তাপস পাল মহুয়া রায়চৌধুরী দেবশ্রী রায় অয়ন বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা রায় অনুপ কুমার কালী বন্দ্যোপাধ্যায় রুমা গুহঠাকুরতা সত্য বন্দ্যোপাধ্যায় সমিত ভঞ্জ উৎপল দত্ত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | শক্তি ব্যানার্জী |
সম্পাদক | রমেশ যোশী, শক্তিপদ রায় |
মুক্তি | ১৯৮০ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা ২৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনীসূত্র
কেদার (তাপস পাল) একজন সাদাসিধা সরল মনের ছেলে । তিন বার বিএ পরীক্ষায় পাস করতে না পারলে তার বাবা অত্যন্ত রেগে যান এবং তাকে বিহারের একটি শহরে তার কাকার কাছে পাঠিয়ে দেন । সরল মনের ছেলে কেদার কাকার বাড়িতে এসে খুড়তুতো ভাই সন্তুর (অয়ন বন্দ্যোপাধ্যায়) বন্ধুবান্ধবদের হাসিঠাট্টার শিকার হয় । এদের নেতা ছি ভোভম্বল (অনুপ কুমার।।
কেদার সরস্বতী (মহুয়া রায়চৌধুরী) নামের একটি মেয়ের প্রেমে পড়ে । সে ছিল খুব কড়া গোছের সিরিয়াস মেয়ে । সরস্বতীর বোন বিনির (দেবশ্রী রায়) সাথে আবার সন্তুর বিয়ের ঠিক হয়ে ছিল। সরস্বতীর বাবা মাও কেদারের সরলতায় খুশি হয় এবং সরস্বতীও তার প্রতি নরম মনোভাব দেখায় । ভোম্বলদার কেরামতিতেই দুজনের মধ্যে ভালবাসার পূর্বভাগ আরম্ভ হয়। কিন্তু ভোম্বল এবং তার দলের কলকাঠিতে তাদের দুজনের মধ্যে ভুলবোঝাবুঝি হয় । সরস্বতী কেদারের উপর ভীষন বিরক্ত এবং রেগে ওঠে এবং সে ভাগলপুরের অন্য একটি ছেলেকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু পরে ভোম্বলদাই এই সমাধান করে। শেষ অবধি সব সমস্যা মিটে যায় এবং ভালবাসা জয়ী হয়। এই সিনেমাটি মজা এবং হাস্যরসে পরিপূর্ণ।
অভিনয়
- তাপস পাল - কেদারনাথ চট্টোপাধ্যায়
- মহুয়া রায়চৌধুরী - সরস্বতী মুখোপাধ্যায়
- দেবশ্রী রায় - বিনি মুখোপাধ্যায়
- রুমা গুহঠাকুরতা- সরস্বতী ও বিনির মা
- অয়ন বন্দ্যোপাধ্যায় - অমরনাথ চট্টোপাধ্যায়
- অনুপ কুমার- ভম্বলদা
তথ্যসূত্র
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দাদার কীর্তি (ইংরেজি)
- আপারস্টল ডট কমে দাদার কীর্তি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ অক্টোবর ২০০৮ তারিখে