দাড়িয়াপুর ইউনিয়ন

দাড়িয়াপুর ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

দাড়িয়াপুর
ইউনিয়ন
দাড়িয়াপুর
দাড়িয়াপুর
বাংলাদেশে দাড়িয়াপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৬′৫৬″ উত্তর ৯০°৬′৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাসখিপুর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ইউনিয়ন পরিষদ

দাড়িয়াপুর ইউনিয়নটি পূর্ববর্তী গজারিয়া ইউনিয়ন ভাগ হয়ে ২০১১ এর শেষের দিকে নবগঠিত দাড়িয়াপুর ইউনিয়ন গঠন হয়।

ভৌগোলিক উপাত্ত

দাড়িয়াপুর ইউনিয়নের মোট গ্রাম সংখ্যা ১২ টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিকগ্রামের নামওয়ার্ড নম্বরডাকঘর
দাড়িয়াপুর১ নং ওয়ার্ডদাড়িয়াপুর
দাড়িয়াপুর২ নং ওয়ার্ডদাড়িয়াপুর
দাড়িয়াপুর৩ নং ওয়ার্ডদাড়িয়াপুর
কাঙ্গালীছেও৪ নং ওয়ার্ডদাড়িয়াপুর
দেওবাড়ী৫ নং ওয়ার্ডদাড়িয়াপুর
কৈয়ামধু৬ নং ওয়ার্ডছিলিমপুর
ছিলিমপুর৭ নং ওয়ার্ডছিলিমপুর
গড়গোবিন্দুপুর৭ নং ওয়ার্ডসখিপুর
বড়মৌশা৭ নং ওয়ার্ডছিলিমপুর
১০ছোট মৌশা৮ নং ওয়ার্ডসখিপুর
১১প্রতিমা বংকী৮ নং ওয়ার্ডসখিপুর
১২প্রতিমা বংকী৯ নং ওয়ার্ডসখিপুর

[1]

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী দাড়িয়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২২১৯০ জন।[1]
অনলাইন জন্ম নিবন্ধন ব্যবস্থা অনুযায়ী পহেলা সেপ্টেম্বর ২০১৫ এর তথ্য অনুযায়ী দাড়িয়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬২৩৬ জন। মোট পুরুষ ১৪৯২৬ জন এবং নারী ১১৩১০ জন।

ওয়ার্ডপুরুষনারীমোট
ওয়ার্ড ০১১৫০২১২৭৬২৭৭৮
ওয়ার্ড ০২১৩৯৯১২০৭২৬০৬
ওয়ার্ড ০৩১৬১৪১০০৩২৬১৭
ওয়ার্ড ০৪১৬৪৬১০৪৫২৬৯১
ওয়ার্ড ০৫৫৮১৪১৯১০০০
ওয়ার্ড ০৬৬০৫৪৫১১০৫৬
ওয়ার্ড ০৭২৬৫৫২১০৯৪৭৬৪
ওয়ার্ড ০৮২৯৮০২৩৯৮৫৩৭৮
ওয়ার্ড ০৯১৯৪৪১৪০২৩৩৪৬
মোট১৪৯২৬১১৩১০২৬২৩৬

যোগাযোগ ব্যবস্থা

সখীপুর-গোড়াই সড়কের দুই পাশেই দাড়িয়াপুর ইউনিয়ন এর ভৌগোলিক অবস্থান। তবে পরিষদের কার্যালয় টি অবস্থিত ইউনিয়নের উত্তর পশ্চিম প্রান্তে শালগ্রামপুর গ্রামে। সখীপুর পৌর শহর থেকে হযরত শাহ কামাল (রহ:) সড়ক ধরে তিন কিলোমিটার পরেই শালগ্রামপুর বাজার। ওই বাজারের পশ্চিম পাশেই দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত।

হাটবাজারের তালিকা

নামঠিকানাইজারা মূল্য
প্রতিমা বংকী বাজারঢাকা রোড, সখীপুর, টাঙ্গাইল
আকন্দ পাড়া বাজারআকন্দ পাড়া বাজার, সখিপুর, টাঙ্গাইল-
ছিলিমপুর বাজারছিলিমপুর, সখিপুর, টাঙ্গাইল
জিন্নার বাজারজিন্নার বাজার, সখিপুর, টাঙ্গাইল-
দাড়িয়াপুর বাজারদাড়িয়াপুর, সখিপুর, টাঙ্গাইল-
মৌশা বাজারমৌশা বাজার, সখিপুর, টাঙ্গাইল-

হাসপাতাল

  • প্রতিমা বংকী কমিউনিটি ক্লিনিক
  • কৈয়ামধূ কমিউনিটি ক্লিনিক

দর্শনীয় স্থান

    1. প্রাকৃতিক সৌন্দর্য ও নানা প্রজাতির গাছগাছালিতে ভরা দেওবাড়ি বন।
    2. ফালুচাঁদের মাজার

বিবিধ

    1. প্রতিমা বংকী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন।

তথ্যসূত্র

  1. http://dariapurup.tangail.gov.bd/node/778891%5B%5D
  2. "ইউনিয়ন"। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.