দাগনভূঞা ইউনিয়ন
দাগনভূঞা বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার একটি ইউনিয়ন।
দাগনভূঞা | |
---|---|
ইউনিয়ন | |
৬নং দাগনভূঞা ইউনিয়ন পরিষদ | |
দাগনভূঞা দাগনভূঞা | |
স্থানাঙ্ক: ২২°৫৪′৩০″ উত্তর ৯১°১৮′৪০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | দাগনভূঞা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯২০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
দাগনভূঞা ইউনিয়নের আয়তন ১০.০৯ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে ফেনী জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[1]
অবস্থান ও সীমানা
দাগনভূঞা উপজেলার দক্ষিণাংশে দাগনভূঞা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ইয়াকুবপুর ইউনিয়ন ও দাগনভূঞা পৌরসভা; উত্তরে রামনগর ইউনিয়ন, দাগনভূঞা পৌরসভা ও মাতুভূঁইয়া ইউনিয়ন; পূর্বে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন এবং দক্ষিণে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
দাগনভূঞা ইউনিয়ন দাগনভূঞা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাগনভূঞা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ
- আতাতুর্ক সরকারি হাই স্কুল
- ফাজিলেরঘাট উচ্চ বিদ্যালয়
- আতাতুর্ক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়
- দাগনভুইয়া অ্যাকাডেমি
- দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
দাগনভূঞা ইউনিয়নের উপর দিয়ে ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়ক(এন-১০৪) গিয়েছে। এছাড়া দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে দুইটি জিলা সড়ক দাগনভূঞা-কোম্পানিগঞ্জ-কবিরহাট-সোনাপুর ও দাগনভূঞা-চরপার্বতী-কোম্পানিগঞ্জ সড়ক গিয়েছে। ইউনিয়নের প্রায় সকল গ্রামীণ সড়কই পাকা।