দাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ

দাউদপুর ইউনিয়ন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1]

দাউদপুর
ইউনিয়ন
দাউদপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
উপজেলারূপগঞ্জ উপজেলা 
প্রতিষ্ঠা১৯৬৯
সরকার
  চেয়ারম্যানমোঃ নূরুল ইসলাম
আয়তন
  মোট২,৭৮০ হেক্টর (৬,৮৮০ একর)
জনসংখ্যা
  মোট৫৩,৬৮৩
  জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৫,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

এটি রাজধানীর খুবই নিকটবর্তী একটি উপজেলা দেশের ২য় বৃহত্তর উপজেলা রূপগঞ্জের একটি ইউনিয়ন। এ ইউনিয়ন এর উত্তর দিকে গাজীপুর জেলা,পূর্ব দিকে নরসিংদী ও দক্ষিণ পশ্চিম দিকে ঢাকা অবস্থিত।


শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান:

  1. কলেজ ২টি
  2. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র) ৫টি
  3. মাদ্রাসা ৪টি
  4. সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫টি
  5. রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৪টি।
  6. কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৫টি
  7. কিন্টারগার্ডে ৮টি।

দর্শনীয় স্থান

  • দাউদপুর জিন্দা পার্ক


জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান- মোঃ নূরুল ইসলাম
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদকাল
ফছিউদ্দিন আহম্মেদ ১৯৬৯-১৯৭৪
আশরাফ উদ্দিন আহম্মেদ ১৯৭৪-১৯৭৯
তোফাজ্জল হোসেন মোল্লা ১৯৭৯-১৯৮৪
ডা: রফিজুল হাসান ১৯৮৪-১৯৮৯
তোফাজ্জর হোসেন মোল্লা ১৯৮৯-১৯৯৪
নজরুল হক বাহার ১৯৯৪-১৯৯৯
মোয়াজুল হক পিন্টু ১৯৯৯-২০০৪
শরিফ আহম্মদ টুটুল ২০০৪-২০১৪
০৯ মোঃ নূরুল ইসলাম ২০১৪-বর্তমান

তথ্যসূত্র

  1. "দাউদপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.