দাঁতা রাজ্য
দাঁতা রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ১১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[1] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল দাঁতা শহরে, যা রাজ্য গঠনের পর বনাসকাণ্ঠা জেলায় অবস্থিত।
দাঁতা রাজ্য દાંતા | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১০৬১–১৯৪৮ | |||||||
মধ্যবর্তী চিত্রাংশটিতে কমলা বর্ণে চিহ্নিত দাঁতা রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৮৯৮.৭৩ বর্গকিলোমিটার (৩৪৭.০০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ১৮,০০০ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১০৬১ | ||||||
১৯৪৮ | |||||||
|
ইতিহাস
১৬০৮ খ্রিস্টাব্দে দাঁতা রাজ্যের প্রতিষ্ঠা হয়৷ ১৯৪৮ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর দাঁতা রাজ্যের শেষ শাসক ভবানীসিংজী বরদের সম্মতি স্বাক্ষরে রাজ্যটি ভারতীয় অধিরাজ্যে যোগদান করেন৷ [2]
শাসকবর্গ
দাঁতা দেশীয় রাজ্যের শাসকগণ মহারাণা উপাধিতে ভূষিত হতেন৷
মহারাণা
- ১৬৮৭ – ১৭৪৩ পৃথ্বীসিংজী গজসিংজী বরদ পারমার
- ১৭৪৩ বিক্রমদেওজী বরদ পারমার
- ১৭৪৩ – ১৭.. করণসিংজী বরদ পারমার
- ১৭.. – ১৭.. রতনসিংজী করণসিংজী বরদ পারমার
- ১৭.. – ১৭৯৫ অভয়সিংজী বরদ পারমার
- ১৭৯৫ – ১৮০০ দ্বিতীয় মানসিংজী অভয়সিংজী বরদ পারমার
- ১৮০০ – ১৮২৩ জগৎসিংজী অভয়সিংজী বরদ পারমার
- ১৮২৩ – ১৮৪৭ নরসিংজী অভয়সিংজী বরদ পারমার
- ১৮৪৭ – ১৮৫৯ ঝলমসিংজী নরসিংজী বরদ পারমার
- ১৮৫৯ – ১৮৬০ সর্দারসিংজী ঝলমসিংজী বরদ পারমার
- ১৮৬০ – ১৮৭৬ হরিসিংজী নরসিংজী বরদ পারমার
- ১ ডিসেম্বর ১৮৭৬ – ১৯০৮ যশবন্তসিংজী হরিসিংজী বরদ পারমার
- ১৬ জুন ১৯০৮ – ১৯২৫ হামিরসিংজী যশবন্তসিংজী বরদ পারমার
- ২০ নভেম্বর ১৯২৫ – ১৫ আগস্ট ১৯৪৭ ভবানীসিংজী হামিরসিংজী বরদ পারমার (২ জানুয়ারি ১৯৩৯ থেকে স্যার ভবানীসিংজী হামিরসিংজী বরদ পারমার)[3]
তথ্যসূত্র
- Imperial Gazetteer of India, v. 20, p. 127.
- http://www.indianrajputs.com/view/danta_state
- "Indian Princely States before 1947 A-J"। www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.