দমদম মেট্রো স্টেশন
দমদম মেট্রো স্টেশন কলকাতা মেট্রোর একটি স্টেশন।[1][2] এটি দমদম রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এবং সেই সূত্রে ভারতীয় রেল পরিবেষেবার সঙ্গে যুক্ত। ১৯৮৪ সালের ১২ নভেম্বর এই স্টেশনটি চালু হয়। এটি উড়াল পথে অবস্থিত। দমদম মেট্রো স্টেশনটি ২০১৩ সাল পর্যন্ত কলকাতা মেট্রোর লাইন ১-এর উত্তর টার্মিনালের কাজ করেছে।
![]() | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
![]() | |||||||||||
অবস্থান | দমদম, পশ্চিমবঙ্গ, ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৭′১৬″ উত্তর ৮৮°২৩′৩৪″ পূর্ব | ||||||||||
মালিকানাধীন | কলকাতা মেট্রো রেল | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
সংযোগসমূহ | পূর্ব রেল | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উড়াল | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
ভাড়ার স্থান | কলকাতা মেট্রো | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯৮৪ ও ১৯৯৫ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৮৪ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() |
স্টেশন
বিন্যাস
জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম দরজা বাম দিকে খুলবে ![]() | |
দক্ষিণদিকে যাত্রারত | → কবি সুভাষের→দিকে → | |
উত্তরদিকগামী | → ← নোয়াপাড়ার← দিকে ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম দরজা বাম দিকে খুলবে ![]() | ||
এল২ | ||
সুবিধাসমূহ
এটিএম উপলব্ধ
আরও দেখুন
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৩।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.