দবিরুল ইসলাম
মোঃ দবিরুল ইসলাম (জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৪৮) বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাজনীতিবিদ যিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য।[1]
মোঃ দবিরুল ইসলাম | |
---|---|
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | মির্জা রুহুল আমিন |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | মির্জা রুহুল আমিন |
উত্তরসূরী | জুলফিকার মর্তুজা চৌধুরী |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – চলমান | |
পূর্বসূরী | জুলফিকার মর্তুজা চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ দবিরুল ইসলাম ২৯ সেপ্টেম্বর ১৯৪৮ ঠাকুরগাঁও |
রাজনৈতিক দল |
জন্ম ও শিক্ষাজীবন
দবিরুল ইসলাম ২৯ সেপ্টেম্বর ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
দবিরুল ইসলাম রাজনীতির সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্ত ছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[2][3] এর পর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।[4][5][6][7][8]
বিতর্ক
জাতীয় সংসদের সদস্য নির্বাচন হওয়ার পর থেকে বিভিন্ন সময় দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দুদের জমি দখল করার অভিযোগ উঠে।[9][10][11] বালিয়াডাঙ্গীতে জমি দখলকে কেন্দ্র করে ২০১৫ সালের জুনে সাংসদের ছেলে মাজহারুল ইসলামের নেতৃত্বে অন্তত ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। ২০১৬ সালের জানুয়ারিতে আইন ও সালিশ কেন্দ্র এবং ব্লাস্টসহ কয়েকটি মানবাধিকার সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলন করে জানায় ঠাকুরগাঁওয়ের ঘটনাতে এমপি দবিরুল ইসলাম সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে৷।[12][13][14]
এছাড়া নিজ পরিবারের অনেক সদস্যকে দলীয় পদে স্থান দিয়ে রাজনীতিকে পরিবারতন্ত্র করা এবং নেতাকর্মীদের অবমূল্যায়ন করা নিয়েও তাকে নিয়ে বিতর্ক আছে।[15][16]
তথ্যসূত্র
- "ঠাকুরগাঁওয়ে ২টি আসনে আ.লীগ ১টিতে বিএনপি নির্বাচিত"। আমাদের সময়। ঠাকুরগাঁও। ৩১ ডিসেম্বর ২০১৮।
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২০।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ইসলাম, রোজিনা (২৯ জুলাই ২০১৫)। "সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- হোসেন, আশিক (৩০ জুলাই ২০১৫)। "সাংসদ দবিরুলের 'দখলে' হিন্দু জমি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- স্বপন, হারুন উর রশীদ (২৪ আগস্ট ২০১৫)। "সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল: অভিযোগ করায় হয়রানি!"। ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- কল্লোল, কাদির (৮ জানুয়ারি ২০১৬)। "আওয়ামী এমপির বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- "এমপি দবিরুলের 'দখলের' প্রমাণ পাওয়ার দাবি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- দে, সমীর কুমার (৪ ফেব্রুয়ারি ২০১৬)। "সব আমলেই আক্রান্ত সংখ্যালঘুরা"। ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- খান, মজিবর রহমান (৩০ সেপ্টেম্বর ২০১৮)। "দবিরুলের পরিবারের গ্রাসে সবকিছু"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- রিপন, রবিউল এহসান (১৪ নভেম্বর ২০১৮)। "ছয়বারের এমপি দবিরুলের প্রতিদ্বন্দ্বী এবার ছেলে"। জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।