দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশন

দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: South Sudan Football Association; এছাড়াও সংক্ষেপে এসএসএফএ নামে পরিচিত) হচ্ছে দক্ষিণ সুদানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর দক্ষিণ সুদানের রাজধানী জুবায় অবস্থিত।

দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত২০১১ (2011)[1]
সদর দপ্তরজুবা, দক্ষিণ সুদান
ফিফা অধিভুক্তি২৫ মে ২০১২ (2012-05-25)[1][2]
ক্যাফ অধিভুক্তি১০ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-10)[3]
সভাপতি ফ্রান্সিস পল
সহ-সভাপতি ভেন্সাসিও আমুম
ওয়েবসাইটssfaonline.com

এই সংস্থাটি দক্ষিণ সুদানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে দক্ষিণ সুদান ফুটবল চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ সুদান প্রিমিয়ার লীগ এবং দক্ষিণ সুদান জাতীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস পল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যান্থনি জন অটো।

কর্মকর্তা

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিফ্রান্সিস পল
সহ-সভাপতিভেন্সাসিও আমুম
সাধারণ সম্পাদকঅ্যান্থনি জন অটো
কোষাধ্যক্ষআব্রাহাম আতের
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকগ্যাব্রিয়েল ড্যানিয়েল
প্রযুক্তিগত পরিচালকসালয়ি লোলাকু
ফুটসাল সমন্বয়কারীআন্দ্রেয়া রদেলফ
জাতীয় দলের কোচ (পুরুষ)সাইপ্রিয়ান বেসং
জাতীয় দলের কোচ (নারী)মোসেস মাচার
রেফারি সমন্বয়কারীসাবিত রাসাস

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  2. "BBC SPORT | Football | African | South Sudan gain Caf membership"। BBC News। ২০১২-০২-১০।
  3. Okinyo, Collins (৯ মে ২০১২)। "Cecafa welcomes South Sudan"। SuperSport.com। সংগ্রহের তারিখ ৯ মে ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.