দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়
দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় (অসমীয়া: দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়; ইংরেজি: Dakshin Kamrup College) অসমের কামরূপ জেলার অন্তর্গত মির্জার একটি ঐতিহ্যমণ্ডিত শিক্ষানুষ্ঠান। মহাবিদ্যালয়টি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ।
নীতিবাক্য | তমসো মা জ্যোতির্গময় |
---|---|
ধরন | মহাবিদ্যালয় |
স্থাপিত | ১৯৬১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ড° রমেশ চন্দ্র কলিতা |
অবস্থান | মির্জা , , |
ওয়েবসাইট | http://dkcollege.in |
ইতিহাস
১৯৬১ সনে দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৫ সনে মহাবিদ্যালটি প্রাদেশীকরন করা হয়।
অবস্থিতি
দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয় কামরূপ জেলার মির্জায় অবস্থিত । লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬কি:মি: পশ্চিমে মালিয়াটা পাহাড়ের নিকটে অবস্থিত।
পাঠ্যক্রম
দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ে নিমোক্ত পাঠ্যক্রমে শিক্ষা প্রদান করা হয়।
- উচ্চতর মাধ্যমিক (কলা ও বিজ্ঞান)
- স্নাতক ( কলা ও বিজ্ঞান)
- স্নাতকোত্তর (অসমীয়া)
- BMC
- B. VOC
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.