দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল যা পূর্বে সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন নামে পরিচিত ছিল, হল দক্ষিণ এশীয় গেমস, দক্ষিণ এশীয় শীতকালীন গেমস ও দক্ষিণ এশীয় বীচ গেমসের নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা। দক্ষিণ এশিয়ার ৭টি দেশ এর সদস্য। সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক এর সদস্য রাষ্ট্র সমুহের মধ্যে ক্রীড়া সম্পর্ক বৃদ্ধির জন্য গঠিত হয়েছিল।

ইতিহাস

সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন ১৯৮৪ সালে গঠিত হয়েছিল।[1] ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এর ৩২তম সভায় নাম পরিবর্তন করে বর্তমান নামে নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল।[2] দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলরের সদর দপ্তর পরবর্তীতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসের স্বাগতিক শহরে থাকে এবং সংস্থার সভাপতি হন স্বাগতিক জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি। এর বর্তমান সভাপতি পাকিস্তানের আরিফ হাসান।

সভাপতিগন

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের সংবিধান অনুযায়ী এর সভাপতি নির্বাচিত হন পরবর্তী দক্ষিণ এশীয় গেমসের স্বাগতিক জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি।

ক্র.নং.নামদেশমেয়াদ
১.সরদ চন্দ্র শাহ   নেপাল১৯৮৪ – ১৯৮৪
২.হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশ১৯৮৪ – ১৯৮৫
৩.বিদ্যা চরণ শুক্লা ভারত১৯৮৫ – ১৯৮৭
৪.সাঈদ ওয়াজিদ আলী পাকিস্তান১৯৮৭ – ১৯৮৯
৫.Data Unavailable শ্রীলঙ্কা১৯৮৯ – ১৯৯১
৬.মুশফিকুর রহমান বাংলাদেশ১৯৯১ – ১৯৯১
৭.আব্দুর রউফ বাংলাদেশ১৯৯১ – ১৯৯১
৮.নুরুল মোমেন বাংলাদেশ১৯৯২ – ১৯৯২
৯.গিয়াস কামাল চৌধুরী বাংলাদেশ১৯৯২ – ১৯৯৩
১০.সুরেশ কালমাদি ভারত১৯৯৩ – ১৯৯৫
১১.গোবিন্দা রাজ জোশী   নেপাল১৯৯৫ – ১৯৯৮
১২.রুকমা শমসের রানা   নেপাল১৯৯৮ – ১৯৯৯
১৩.সাঈদ ওয়াজিদ আলী পাকিস্তান১৯৯৯ – ২০০৪
১৪.Data Unavailable শ্রীলঙ্কা২০০৪ – ২০০৬
১৫.মঈন ইউ আহমেদ বাংলাদেশ২০০৬ – ২০০৯
১৬.আবদুল মুবীন বাংলাদেশ২০০৯ – ২০১০
১৭.সুরেশ কালমাদি ভারত২০১০ – ২০১১
Actingবিজয় কুমার মালহোত্রা ভারত২০১১ – ২০১২
১৮.অভয় সিং চৌতালা ভারত২০১২ – ২০১৪
১৯.নারায়ন রামচন্দ্র ভারত২০১৪ – ২০১৬
২০.জিভান রাম শ্রেষ্ঠা   নেপাল২০১৬ – ২০১৯
২১.সৈয়দ আরিফ হাসান পাকিস্তান২০১৯ – বর্তমান

সদস্য

দক্ষিণ এশিয়া উপ মহাদেশে অবস্থিত ৭টি রাষ্ট্র দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্য:

ক্র.নং-সদস্য
১. বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
২. ভুটান অলিম্পিক কমিটি
৩. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
৪. মালদ্বীপ অলিম্পিক কমিটি
৫. নেপাল অলিম্পিক কমিটি
৬. পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন
৭. শ্রীলঙ্কার জাতীয় অলিম্পিক কমিটি

প্রাক্তন সদস্য

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের প্রাক্তন সদস্য হল:

ক্র.নং-সদস্যযোগদানবিদায়মন্তব্য
১. আফগানিস্তান জাতীয় অলিম্পিক কমিটি২০০৪২০১৬আফগানিস্তান মধ্য এশীয় গেমস যোগ দেয়

তথ্যসূত্র

  1. "About South Asia Olympic Council"। 13SAG Nepal। ১০ নভেম্বর ২০১৯। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০
  2. "It will be south Asian Games"। Rediff Sports। ২ এপ্রিল ২০০৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.