দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন

দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: South African Football Association; এছাড়াও সংক্ষেপে এসএএফএ নামে পরিচিত) হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার পরের বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গে অবস্থিত।

দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৯১ (1991)[1]
সদর দপ্তরজোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ফিফা অধিভুক্তি১৯৯২[1]
ক্যাফ অধিভুক্তি১৯৯২
সভাপতি ড্যানি জর্ডান
সহ-সভাপতি
  • আরভিন খোজা
  • রিয়া লেডোয়াবা
  • গে মকোয়েনা
  • লুকাস এনলাপো
  • জলিল এনকোম্পেলা
  • এলভিস শিশানা
ওয়েবসাইটwww.safa.net

এই সংস্থাটি দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার ফুটবল লীগ, এসএএফএ নারী লীগ এবং নেডব্যাংক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ড্যানি জর্ডান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তেবগো মোতলান্থে।

কর্মকর্তা

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিড্যানি জর্ডান
সহ-সভাপতিআরভিন খোজা
রিয়া লেডোয়াবা
গে মকোয়েনা
লুকাস এনলাপো
জলিল এনকোম্পেলা
এলভিস শিশানা
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকতেবগো মোতলান্থে
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকডোমনিক চিমনাভি
প্রযুক্তিগত পরিচালকনিল টোভি
ফুটসাল সমন্বয়কারীটমাস সাডিকে
জাতীয় দলের কোচ (পুরুষ)মোলেফি এনটসেকি
জাতীয় দলের কোচ (নারী)ডিজায়ার এলিস
রেফারি সমন্বয়কারীআব্দুল বাসিত ইব্রাহিম

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.