দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক হল ভারত সরকারের একটি মন্ত্রক যা ৯ নভেম্বর ২০১৪ তারিখে সারা দেশে দক্ষতা বিকাশের সমস্ত প্রচেষ্টার সমন্বয়সাধনের জন্য গঠিত হয়েছিল।[2] শিল্প প্রশিক্ষণ, শিক্ষানবিশ এবং অন্যান্য দক্ষতা উন্নয়নের দায়িত্ব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে ১৬ এপ্রিল ২০১৫ তারিখে এই নতুন নির্মিত মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়।[3] এর লক্ষ্য দক্ষ জনশক্তির চাহিদা ও সরবরাহের মধ্যে সংযোগ করা, নতুন দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তোলা য কেবল বিদ্যমান চাকরির জন্য নয়, যে সব কর্মসংস্থান সৃষ্টি হবে তার জন্যও।
সংস্থার রূপরেখা | |
---|---|
অধিক্ষেত্র | ভারত সরকার |
বার্ষিক বাজেট | ₹ ৩,৪০০ কোটি (US$ ৪১৫.৫৯ মিলিয়ন) (২০১৮-১৯ আনুমানিক)[1] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
ওয়েবসাইট | www www |
মন্ত্রীগণ
ক্ৰমিক ন্ং | নাম | কার্যকালের মেয়াদ | রাজনৈতিক দল | প্ৰধানমন্ত্ৰী | ||
---|---|---|---|---|---|---|
১ | সর্বানন্দ সোনোয়াল (প্রতিমন্ত্রী, স্বাধীন চার্জ দক্ষতা উন্নয়ন বিভাগ) |
২৬ মে ২০১৪ | ৯ নভেম্বর ২০১৪ | ভারতীয় জনতা পার্টি (জাতীয় গণতান্ত্রিক জোট) |
নরেন্দ্র মোদী | |
২ | রাজীব প্রতাপ রুডি (প্রতিমন্ত্রী, স্বাধীন চার্জ) |
৯ নভেম্বর ২০১৪ | ৩ সেপ্টেম্বর ২০১৭ | |||
৩ | ধৰ্মেন্দ্ৰ প্ৰধান | ৩ সেপ্টেম্বর ২০১৭ | ৩০ মে ২০১৯ | |||
৪ | মহেন্দ্ৰ নাথ পাণ্ডে | ৩১ মে ২০১৯ |
সংগঠনসমূহ
মন্ত্রণালয় নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির সাথে দক্ষতা উন্নয়ন উদ্যোগ এবং প্রশিক্ষণ পরিকাঠামো সরবরাহ এবং সুবিধার দায়িত্বে রয়েছে।[4]
- প্রশিক্ষণ মহাপরিচালক (পূর্বে প্রশিক্ষণ ও কর্মসংস্থান অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন
- জাতীয় দক্ষতা উন্নয়ন সংস্থা
- জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল
পরিকল্পনা
- প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা
- উড়ান, জম্মু ও কাশ্মীরের জন্য একটি বিশেষ শিল্প উদ্যোগ
তথ্যসূত্র
- "Budget data" (পিডিএফ)। www.indiabudget.gov.in। ২০১৯। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- "mission booklet.cdr" (পিডিএফ)। ২০১৮-০৭-১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৫।
- "National Skill Development Mission | Prime Minister of India"। Pmindia.gov.in। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৫।
- Cabral; Dhar, Rajib Lochan (২০১৯-০৬-২৫)। "Skill development research in India: a systematic literature review and future research agenda" (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 1463-5771। ডিওআই:10.1108/BIJ-07-2018-0211।
টেমপ্লেট:ভারত সরকারের মন্ত্রণালয়
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.