থৌবাল
থৌবাল (ইংরেজি: Thoubal) ভারতের মণিপুর রাজ্যের থৌবাল জেলার একটি শহর।
থৌবাল | |
---|---|
শহর | |
থৌবাল | |
স্থানাঙ্ক: ২৪.৬৩° উত্তর ৯৪.০২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মণিপুর |
জেলা | থৌবাল |
উচ্চতা | ৭৬৫ মিটার (২,৫১০ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪১,১৪৯ |
ভাষা | |
• অফিসিয়াল | মৈতৈ (মণিপুরী) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৬৩° উত্তর ৯৪.০২° পূর্ব।[1] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭৬৫ মিটার (২৫০৯ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে থৌবাল শহরের জনসংখ্যা হল ৪১,১৪৯ জন।[2] এর মধ্যে পুরুষ ৫০% এবং নারী ৫০%।
এখানে সাক্ষরতার হার ৬৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে থৌবাল এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
- "Thoubal"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০০৬।
- "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০০৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.