থেরিয়া

থেরিয়া স্তন্যপায়ী প্রানীদের এক উপশ্রেনী। [2]

থেরিয়া
সময়গত পরিসীমা: Late JurassicHolocene, ১৬–০কোটি
কা
পা
ক্রি
প্যা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস e
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা (Chordata)
শ্রেণী: ম্যামালিয়া (Mammalia)
গোষ্ঠী: Tribosphenida
উপশ্রেণী: থেরিয়া (Theria)
Parker & Haswell, 1897[1]
Infraclasses
  • Eutheria
    • Placentalia
  • Metatheria
    • Marsupialia

বৈশিষ্ট্য

এই উপশ্রেনীর প্রানীরা সন্তান প্রসব করে, অতএব স্তনপায়ী শ্রেনীর আরেক উপশ্রেনী-প্রোটোথেরিয়া (যেমন:ডিম প্রসব করা প্লাটিপাস) থেকে এরা ভিন্ন। থেরিয়া উপশ্রেনী প্রানীদের স্তনে, স্তনাগ্র (স্তনবৃন্ত) থাকে (এই স্তনবৃন্ত অঙ্গ টি প্রোটোথেরিয়াদের থাকে না)। থেরিয়া উপশ্রেনীর আরেকটা বৈশিষ্ট্য হলো এদের কানের পাতা আছে। এই উপশ্রেনীর প্রানীদের দাঁত সারা জীবন বিদ্যমান থাকে। এদের পাঁজর এ দুটো মাথা থাকে যা দিয়ে পাঁজর, কশেরুকার সঙ্গে সন্ধীযুক্ত থাকে।


তথ্যসূত্র

  1. ITIS Standard Report Page: Theria
  2. Myers, P.; R. Espinosa; C. S. Parr; T. Jones; G. S. Hammond; T. A. Dewey। "Subclass Theria"Animal Diversity Web অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.