থিওডোর সভেডবার্গ

থিওডোর সভেডবার্গ (ইংরেজি: Theodor Svedberg) (30 আগস্ট 1884 - 25 ফেব্রুয়ারি 1971) একজন সুইডিশ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯২৬ সালে কলয়েড এবং প্রোটিন নিয়ে গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার নামানুসারে অধঃক্ষেপণের মাত্রাকে সভেদবার্গ একক (সংকেত S, কিংবা Sv) বলা হয়[3]। ১৯০০ এর মাঝামাঝি থেকে ১৯৪০ এর দশকের শেষ পর্যন্ত আপসালা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছিলেন। উপসালায় থাকাকালীন, স্বেডবার্গ ১৯১২ সালে বিশ্ববিদ্যালয়ের ভৌত রসায়নের প্রধান হওয়ার আগে ডসেন্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। ১৯৪৪ সালে রয়েল সোসাইটির এবং ১৯৪৫ সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের অংশ হয়ে ওঠে।

থিওডোর সভেডবার্গ
জন্ম
থিওডোর সভেডবার্গ

(১৮৮৪-০৮-৩০)৩০ আগস্ট ১৮৮৪
Fleräng, Valbo, Gävleborg, Sweden
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ১৯৭১(1971-02-25) (বয়স ৮৬)
Kopparberg, সুইডেন
জাতীয়তাসুইডিশ
মাতৃশিক্ষায়তনউপসালা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণanalytical ultracentrifugation
কলয়েড
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯২৬)[1]
ফ্রাঙ্কলিন মেডেল (১৯৪৯)
ফেলো অব দ্য রয়েল সোসাইটি (১৯৪৪)[2]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
ডক্টরাল শিক্ষার্থীআর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস

প্রাথমিক জীবন এবং শিক্ষা

ভেদবার্গ ১৮৮৪ সালের ৩০ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৫ সালে ব্যাচেলর অব আর্টস, ১৯০৭ সালে মাস্টার্স এবং ১৯০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

তিনি বেশ কয়েকবার বিয়ে করেছিলেন এবং তার মোট বারোটি সন্তান ছিল

তথ্যসূত্র

  1. Svedberg's Nobel Foundation biography ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ডিসেম্বর ২০০১ তারিখে
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1972.0022, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.1972.0022 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  3. Nobel Education
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.