থানাহাট ইউনিয়ন

২ নং থানাহাট ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন।

থানাহাট ইউনিয়ন
ইউনিয়ন
২নং থানাহাট ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচিলমারী উপজেলা 
আয়তন
  মোট৬০.২০ বর্গকিমি (২৩.২৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৮,৪৭৭
  জনঘনত্ব৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

যোগাযোগ ব্যবস্থা

কুড়িগ্রাম জেলা পরিষদ হতে দক্ষিণে ৩২ কিলোমিটার পাকা রাস্তা, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চিলমার উপজেলার সদর ইউনিয়ন থানাহাট ইউনিয়ন। উপজেলার বালাবাড়ীহাট এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত।[1]

অবস্থান

উত্তরে- রানীগঞ্জ ইউনিয়ন, পূর্বে- ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে- উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন এবং দক্ষিণে- রমনা মডেল ইউনিয়ন।[1]

অর্থনৈতিক


গ্রাম ও মৌজার সংখ্যা

  • মৌজা-০৭টি
  • গ্রাম-১৬টি
  • খানা সংখ্যা-৯৬৯৮টি। [1]

প্রতিষ্ঠান

  • মহাবিদ্যালয়- ৪টি
  • মাধ্যমিক উচ্চ বিদ্যালয়- ৬টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয- ১টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয- ২৫টি।[1]

ধর্মীয় অবস্থা

  • মসজিদ-
  • মন্দির- ১০টি
  • কবরস্থান-০৪টি
  • শ্মশান- ০২টি।[1]

হাট-বাজার

হাট/বাজার সংখ্যা -৩ টি। তন্মধ্যে-থানাহাট বাজার, বালাবাড়ীহাট বাজার, ঠগের হাট বাজার।[1]

স্বাস্থ্য সেবা

  • হাসপাতাল-১টি
  • কমি্উনিটি ক্লিনিক -৭টি
  • স্যাটেলাইট ক্লিনিক-৮টি
  • প্রাণি সম্পদ অফিস- ১টি।[1]

খাল ও নদী

দর্শনীয় স্থান

প্রখ্যাত ব্যক্তি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "থানাহাট ইউনিয়ন"thanahatup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.