থানাহাট ইউনিয়ন
২ নং থানাহাট ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন।
থানাহাট ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | চিলমারী উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৬০.২০ বর্গকিমি (২৩.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৮,৪৭৭ |
• জনঘনত্ব | ৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
যোগাযোগ ব্যবস্থা
কুড়িগ্রাম জেলা পরিষদ হতে দক্ষিণে ৩২ কিলোমিটার পাকা রাস্তা, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চিলমার উপজেলার সদর ইউনিয়ন থানাহাট ইউনিয়ন। উপজেলার বালাবাড়ীহাট এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত।[1]
অবস্থান
উত্তরে- রানীগঞ্জ ইউনিয়ন, পূর্বে- ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে- উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন এবং দক্ষিণে- রমনা মডেল ইউনিয়ন।[1]
অর্থনৈতিক
গ্রাম ও মৌজার সংখ্যা
- মৌজা-০৭টি
- গ্রাম-১৬টি
- খানা সংখ্যা-৯৬৯৮টি। [1]
প্রতিষ্ঠান
- মহাবিদ্যালয়- ৪টি
- মাধ্যমিক উচ্চ বিদ্যালয়- ৬টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয- ১টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয- ২৫টি।[1]
ধর্মীয় অবস্থা
- মসজিদ-
- মন্দির- ১০টি
- কবরস্থান-০৪টি
- শ্মশান- ০২টি।[1]
হাট-বাজার
হাট/বাজার সংখ্যা -৩ টি। তন্মধ্যে-থানাহাট বাজার, বালাবাড়ীহাট বাজার, ঠগের হাট বাজার।[1]
স্বাস্থ্য সেবা
- হাসপাতাল-১টি
- কমি্উনিটি ক্লিনিক -৭টি
- স্যাটেলাইট ক্লিনিক-৮টি
- প্রাণি সম্পদ অফিস- ১টি।[1]
খাল ও নদী
- ব্রহ্মপুত্র নদ
- চাচলার বিল
- পেদীখাওয়ার বিল
- ছড়ার বিল।[1]
দর্শনীয় স্থান
প্রখ্যাত ব্যক্তি
তথ্যসূত্র
- "থানাহাট ইউনিয়ন"। thanahatup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.