থাংশান

থাংশান (চীনা: 唐山; ফিনিন: Tángshān) পূর্ব এশিয়ার রাষ্ট্র চীনের উত্তর-পূর্ব অংশের হপেই প্রদেশের পূর্বভাগে অবস্থিত একটি উপকূলীয় শিল্পনগরী। এটি প্রশাসনিকভাবে একটি উপজেলা-স্তরের নগরী (অর্থাৎ অংশত পৌর ও অংশত গ্রামীণ এলাকাবিশিষ্ট উপজেলা)। নগরীটি উত্তর চীন সমভূমির উত্তর-পূর্বভাগে অবস্থিত। এটি পোহাই অর্থনৈতিক বলয়ের কেন্দ্রভাগে ও উত্তর-পূর্ব চীনে যাওয়ার প্রধান সংযোগপথের উপরে অবস্থিত। নগরীর দক্ষিণে পোহাই সাগর, উত্তরে ইয়েন পর্বতমালা, পূর্বে লুয়ান নদীর অপর তীরে ছিংহুয়াংতাও নগরী ও পশ্চিমে থিয়েনচিন নগরী।

থাংশান
唐山市
উপজেলা-স্তরের নগরী
উপর থেকে, বাম থেকে ডানে: থাংশান নগরীর দিগন্ত পরিলেখ, তাছেংশান উদ্যান, দক্ষিণ হ্রদ, থাংশান শিল্পকলা জাদুঘর, পূর্বদেশীয় ছিং সমাধিসমূহ
ডাকনাম: ফিনিক্স নগরী (凤凰城)
হপেই প্রদেশে থাংশান নগরীর এখতিয়ারভুক্ত অঞ্চলের অবস্থান
হপেই প্রদেশে থাংশান নগরীর এখতিয়ারভুক্ত অঞ্চলের অবস্থান
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/China Hebei" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র China Hebei" দুটির একটিও বিদ্যমান নয়।হপেই প্রদেশে নগরকেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক (Tangshan government): ৩৯°৩৭′৫২″ উত্তর ১১৮°১০′৪৮″ পূর্ব
দেশগণচীন
প্রদেশহপেই
প্রতিষ্ঠা২৮শে জানুয়ারি, ১৯৩৮
পৌর আসনলুপেই জেলা
সরকার
  দলীয় সচিবচিয়াও ইয়ানলুং (焦彦龙)
  নগরপ্রধানতিং শিউফেং (丁绣峰)
আয়তন
  উপজেলা-স্তরের নগরী১৩,৪৭২ বর্গকিমি (৫,২০২ বর্গমাইল)
  পৌর এলাকা (2017)[1]১,৩৬১.৩৩ বর্গকিমি (৫২৫.৬১ বর্গমাইল)
  জেলা[1]৩,৮৭৪.০ বর্গকিমি (১,৪৯৫.৮ বর্গমাইল)
জনসংখ্যা (2010 census)
  উপজেলা-স্তরের নগরী৭৫,৩৬,৫২১
  জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
  পৌর এলাকা (2017)[1]১৯,৮০,৭০০
  জেলাসমূহ[1]৩০,৯২,০০০
সময় অঞ্চলChina Standard (ইউটিসি+8)
Postal code063000
এলাকা কোড315
আইএসও ৩১৬৬ কোডCN-HE-02
GDP (2018)¥653,010 billion
$96,716 billion
GDP per capita (2018)¥82,971
$17,141
License Plate Prefix冀B
ওয়েবসাইটtangshan.gov.cn
থাংশান
চীনা 唐山
আক্ষরিক অর্থ"Mountain of Tang" (Dacheng Hill)
হুয়েইমিন ইউয়েন অ্যাপার্টমেন্ট ভবনসারি, চেংথাই লি, লুনান, থাংশান, হপেই

১৮৭০ সালে খাইলুয়ান শিল্পগোষ্ঠী এখানে কয়লার খনিকর্ম শুরু করলে শহরটির ব্যাপক প্রবৃদ্ধি ঘটে। এখানে চীনের সর্বপ্রথম ব্রডগেজ রেলপথটি (প্রশস্ত ব্যবধানের রেলপথ) উদ্বোধন করা হয়।[2] এছাড়া এখানেই চীনের প্রথম রেলগাড়ি নির্মাণ কারখানা,[3] প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন,[4] ও প্রথম সিমেন্ট কারখানাটি স্থাপিত হয়েছিল।[5] এ কারণে এটিকে চীনের "শিল্পায়নের আঁতুড়ঘর" হিসেবে ডাকা হত। আজও থাংশান নগরীটি ইস্পাত, শক্তি, রাসায়নিক দ্রব্য উৎপাদন ও দগ্ধ মৃণ্ময় দ্রব্যের একটি শিল্পকেন্দ্র।[6] এই নগরীর লুয়ানচৌ কাউন্টিতেই ফিং গীতিনাট্যের উদ্ভব হয়, যা চীনের পাঁচটি সবচেয়ে জনপ্রিয় গীতিনাট্যধারার একটি।

১৯৭৬ সালে এখানে রিখটার মাপনীতে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়, যাতে নগরীর সিংহভাগ ধূলিস্যাত হয়ে যায় এবং সরকারী হিসাবমতে কমপক্ষে প্রায় আড়াই লক্ষ অধিবাসীর মৃত্যু হয়। এটি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে মরণঘাতী ভূমিকম্প। এরপর নগরীকে পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এটি একটি পর্যটকদের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। থাংশানে বর্তমানে চীনের ১০টি বৃহত্তম বন্দরের একটি অবস্থিত।[7]

থাংশান নগরীটি চীনের জাতীয় রাজধানী বেইজিং (পেইচিং) নগরী থেকে প্রায় ১৪৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে অবস্থিত। সড়কপথে বেইজিং থেকে থাংশান পৌঁছাতে প্রায় ২ ঘন্টা এবং থিয়েনচিন থেকে ১ ঘন্টা সময় লাগে।[8] ২০১০ সালে জনগণনা অনুযায়ী থাংশান উপজেলা এলাকার জনসংখ্যা ছিল প্রায় ৭৬ লক্ষ; আর ছয়টি মূল পৌর প্রশাসনিক এলাকা নিয়ে গঠিত থাংশান মহানগর এলাকাটির জনসংখ্যা ছিল প্রায় ৩২ লক্ষ।

তথ্যসূত্র

  1. Ministry of Housing and Urban-Rural Development, সম্পাদক (২০১৯)। China Urban Construction Statistical Yearbook 2017। Beijing: China Statistics Press। পৃষ্ঠা 46। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০
  2. Xiangming Pan (২০০৯)। 唐胥铁路史实考辨Jianghai Academic Journal (4): 185~191।
  3. 工业概况-中国唐山www.tangshan.gov.cn। ২০১৮-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮
  4. 开滦国家矿山公园www.kailuanpark.com। ২০১৮-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৭
  5. Lei Yang। 开平矿务局创办中国第一家水泥厂। ২০১৮-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৯
  6. 国务院关于印发"十三五"现代综合交通运输体系发展规划的通知_政府信息公开专栏www.gov.cn। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৭
  7. "Top 10 ports in China"www.china.org.cn। China Org। ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭
  8. The guide to port entry (21 সংস্করণ)। London: IHS Fairplay guides। ১ জানুয়ারি ২০১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.