ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়

ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়।

ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়
অবস্থান
Map
স্থানাঙ্ক২৪.৫৮২১° উত্তর ৯০.৩৯৪১° পূর্ব / 24.5821; 90.3941
তথ্য
ধরনবেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৬৭[1]
অবস্থাসক্রিয়
প্রধান শিক্ষকমোঃ রফিকুল ইসলাম
অনুষদ৩ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)[1]
শ্রেণী৬ষ্ঠ - ১০ম[1]
লিঙ্গবালিকা[1]
ভাষাবাংলা
ক্যাম্পাসত্রিশাল[2], ময়মনসিংহ, বাংলাদেশ
ক্যাম্পাসের ধরনবেসরকারি (এম.পি.ও ভুক্ত)[1]
রং
  •      সাদা ও
  •      সবুজ
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

অবস্থান

বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পৌরসভায় অবস্থিত।[2]

ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়-এর মূল ফটক

বিদ্যালয়ের বিভিন্ন সংকেতলিপি

  • শিক্ষাপ্রতিষ্ঠান সনাক্তকরণ সংখ্যা (EIIN) : ১৩৩৮৪৯[1]
  • বিদ্যালয় সংকেতলিপি :
  • মাসিক বেতন ক্রম (MPO) সংকেতলিপি : ৪০১১১২১৩০২[1]

ইতিহাস

কবি কাজী নজরুল ইসলামের নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো।[3] ১৯৬৭ সালের পহেলা জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[1]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

মূলত এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে।

  • ৬ষ্ঠ শ্রেণি ; শাখা - ক,খ, গ
  • ৭ম শ্রেণি ; শাখা - ক,খ, গ
  • ৮ম শ্রেণি ; শাখা - ক,খ, গ
  • ৯ম-১০ম শ্রেণি ; বিভাগ - বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা

ভর্তি

এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সাধারণত জানুয়ারীতেই এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিফর্ম ড্রেস

  • সবুজ সালোয়ার কামিজ
  • সাদা পায়জামা
  • সবুজ ওড়না ও বেল্ট
  • সবুজ এপ্রন (ঐচ্ছিক)
  • সাদা মোজা ও জুতা (সু বা কেডস)

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম

বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষাসহায়ক পাঠক্রম রয়েছে এবং প্রতি সপ্তাহে একটি পি.টি. ক্লাস বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা আয়োজনে ব্যবহৃত হয়।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। ২০১৭ সালে বিদ্যালয়টি ৫০ বছর পূর্তি উৎসব পালন করে।[4] শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

তথ্যসূত্র

  1. "Trishal Nazrul Girls High School"sohopathi.com। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০
  2. "ত্রিশাল উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০
  3. "জাতীয় কবির স্মৃতি বিজরিত নজরুলময় ত্রিশাল"trishalbartaonline.com। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯
  4. "ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সাংস্কুতিক অনুষ্ঠান"bhaluka24.net। ৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.