ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন
ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Trinidad and Tobago Football Association; এছাড়াও সংক্ষেপে টিটিএফএ নামে পরিচিত) হচ্ছে ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৬ বছর পর ১৯৬৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ত্রিনিদাদ ও টোবাগোর কুভায় অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯০৮[1] |
সদর দপ্তর | কুভা, ত্রিনিদাদ ও টোবাগো |
ফিফা অধিভুক্তি | ১৯৪৪[1] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬৪[2] |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | thettfa |
এই সংস্থাটি ত্রিনিদাদ ও টোবাগোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে টিটি প্রো লীগ, টিটি সুপার লীগ, ত্রিনিদাদ ও টোবাগো এফএ ট্রফি এবং ত্রিনিদাদ ও টোবাগো লীগ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রবার্ট হাদাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রামেশ রামধান।
কর্মকর্তা
- ৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রবার্ট হাদাদ |
সহ-সভাপতি | জুদি দানিয়েল |
সাধারণ সম্পাদক | রামেশ রামধান |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | শন ফুয়েন্তেস |
প্রযুক্তিগত পরিচালক | দিওন লা ফুকাদে |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | টেরি ফেনউইক |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- "Jamaica get 1966 soccer tourney"। Kingston Gleaner in newspaperarchive.com। ২ এপ্রিল ১৯৬৪।
"The Federation approved the re-incorporation of the Dominican Republic into the organization, while Trinidad and Puerto Rico were accepted as new members."
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
- সকা ওয়ারিয়রস অনলাইন, ফ্লেক্স ফুটবল সাইট (ইংরেজি)