ত্রিনবাগো নাইট রাইডার্স

ত্রিনবাগো নাইট রাইডার্স (পূর্বে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল নামে পরিচিত ছিল) ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিনিদাদের প্রতিনিধিত্বমূলক ক্রিকেট দল। রেড স্টিল ২০১৩ সালে সিপিএলের উদ্বোধনী আসরে জন্য সৃষ্ট ছয়টি ক্রিকেট দলের একটি দল। কুইন্স পার্ক ওভালব্রায়ান লারা ক্রিকেট একাডেমি তাদের নিজস্ব খেলার মাঠ।

ত্রিনবাগো নাইট রাইডার্স
কর্মীবৃন্দ
অধিনায়কত্রিনিদাদ ও টোবাগো কিরণ পোলার্ড
কোচনিউজিল্যান্ড ব্রেন্ডন ম্যাককুলাম
মালিকশাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা
প্রধান নির্বাহীরাজীব সিং, লয়েড রাঙ্গিয়া
দলের তথ্য
শহরপোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো
রং     লাল,      কালো,      বেগুনি এবং      সোনালী
প্রতিষ্ঠা২০১৩
স্বাগতিক মাঠকুইন্স পার্ক ওভালব্রায়ান লারা ক্রিকেট একাডেমি
ধারণক্ষমতা২০,০০০
ইতিহাস
সিপিএল জয়৪ বার (২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০)
দাপ্তরিক ওয়েবসাইটwww.tkriders.com

টি২০আই কিট

২০১৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্সের মূল কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট রেড স্টিল দলটির শেয়ার ক্রয় করে।[1] রেড স্টিল দলটি ২০১৫ সালের আসরে শিরোপা অর্জন করে।[2] এই মরসুমের পর দলটির নাম পরিবর্তন করে বর্তমান নাম ত্রিনবাগো নাইট রাইডার্স রাখা হয়। পরবর্তী কালে দলটি ২০১৭, ২০১৮ ও ২০২০ সালের আসরেও শিরোপা অর্জন করে।

স্কোয়াড

১২:০২, শুক্রবার ২১ এপ্রিল, ২০২৩ (ইউটিসি) পর্যন্ত হালনাগাদকৃত।
No. Name Nat Birth date Batting style Bowling style Signed year Notes
Batsmen
46Darren Bravoত্রিনিদাদ ও টোবাগো (1989-02-06) ৬ ফেব্রুয়ারি ১৯৮৯Left-handedRight-arm medium2013
54Lendl Simmonsত্রিনিদাদ ও টোবাগো (1985-01-25) ২৫ জানুয়ারি ১৯৮৫Right-handedRight-arm medium-fast2019
82Colin Munroনিউজিল্যান্ড (1987-03-11) ১১ মার্চ ১৯৮৭Left-handedRight-arm medium2016Overseas
All-rounders
55Kieron Pollardত্রিনিদাদ ও টোবাগো (1987-05-12) ১২ মে ১৯৮৭Right-handedRight-arm medium-fast2018
47Dwayne Bravoত্রিনিদাদ ও টোবাগো (1983-10-07) ৭ অক্টোবর ১৯৮৩Right-handedRight-arm medium-fast2013Captain
74Sunil Narineত্রিনিদাদ ও টোবাগো (1988-05-26) ২৬ মে ১৯৮৮Left-handedRight-arm off break2016
21Tion Websterত্রিনিদাদ ও টোবাগো (1995-04-21) ২১ এপ্রিল ১৯৯৫Right-handedRight arm off break2017
50James Neeshamনিউজিল্যান্ড (1986-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮৬Right-handedRight-arm medium2019Overseas
41Seekkuge Prasannaশ্রীলঙ্কা (1985-06-27) ২৭ জুন ১৯৮৫Right-handedRight-arm leg break2019Overseas
20Kevon Cooperত্রিনিদাদ ও টোবাগো (1990-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৯০Right-handedRight-arm medium-fast2017Overseas
86Javon Searlesবার্বাডোস (1986-12-21) ২১ ডিসেম্বর ১৯৮৬Right-handedRight-arm fast-medium2015
18Khary Pierreত্রিনিদাদ ও টোবাগো (1991-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৯১Left-handedSlow left-arm orthodox2016
17Mark Deyalত্রিনিদাদ ও টোবাগো (1993-04-07) ৭ এপ্রিল ১৯৯৩Left-handedRight-arm off break2019
Wicket-keepers
80Denesh Ramdinত্রিনিদাদ ও টোবাগো (1985-03-13) ১৩ মার্চ ১৯৮৫Right-handed2016
Bowlers
23Ali Khanমার্কিন যুক্তরাষ্ট্র (1990-12-13) ১৩ ডিসেম্বর ১৯৯০Right-handedRight-arm fast-medium2018Overseas
87Mohammad Hasnainপাকিস্তান (2000-04-05) ৫ এপ্রিল ২০০০Right-handedRight-arm fast2019Overseas
21Akeal Hoseinত্রিনিদাদ ও টোবাগো (1991-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৯১Left-handedSlow left-arm orthodox2019
Anderson Phillipত্রিনিদাদ ও টোবাগো (1996-08-22) ২২ আগস্ট ১৯৯৬2016

তথ্যসূত্র

  1. ESPN Sports Media। "KKR owners buy stake in CPL franchise T&T Red Steel"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০
  2. "Caribbean Premier League, Final: Barbados Tridents v Trinidad & Tobago Red Steel at Port of Spain"www.espncricinfo.comESPN। ২৬ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.