ত্রিনবাগো নাইট রাইডার্স
ত্রিনবাগো নাইট রাইডার্স (পূর্বে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল নামে পরিচিত ছিল) ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিনিদাদের প্রতিনিধিত্বমূলক ক্রিকেট দল। রেড স্টিল ২০১৩ সালে সিপিএলের উদ্বোধনী আসরে জন্য সৃষ্ট ছয়টি ক্রিকেট দলের একটি দল। কুইন্স পার্ক ওভাল ও ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি তাদের নিজস্ব খেলার মাঠ।
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | কিরণ পোলার্ড | |
কোচ | ব্রেন্ডন ম্যাককুলাম | |
মালিক | শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা | |
প্রধান নির্বাহী | রাজীব সিং, লয়েড রাঙ্গিয়া | |
দলের তথ্য | ||
শহর | পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো | |
রং | লাল, কালো, বেগুনি এবং সোনালী | |
প্রতিষ্ঠা | ২০১৩ | |
স্বাগতিক মাঠ | কুইন্স পার্ক ওভাল ও ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি | |
ধারণক্ষমতা | ২০,০০০ | |
ইতিহাস | ||
সিপিএল জয় | ৪ বার (২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০) | |
দাপ্তরিক ওয়েবসাইট | www | |
|
২০১৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্সের মূল কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট রেড স্টিল দলটির শেয়ার ক্রয় করে।[1] রেড স্টিল দলটি ২০১৫ সালের আসরে শিরোপা অর্জন করে।[2] এই মরসুমের পর দলটির নাম পরিবর্তন করে বর্তমান নাম ত্রিনবাগো নাইট রাইডার্স রাখা হয়। পরবর্তী কালে দলটি ২০১৭, ২০১৮ ও ২০২০ সালের আসরেও শিরোপা অর্জন করে।
স্কোয়াড
- ১২:০২, শুক্রবার ২১ এপ্রিল, ২০২৩ (ইউটিসি) পর্যন্ত হালনাগাদকৃত।
No. | Name | Nat | Birth date | Batting style | Bowling style | Signed year | Notes | |
---|---|---|---|---|---|---|---|---|
Batsmen | ||||||||
46 | Darren Bravo | ৬ ফেব্রুয়ারি ১৯৮৯ | Left-handed | Right-arm medium | 2013 | |||
54 | Lendl Simmons | ২৫ জানুয়ারি ১৯৮৫ | Right-handed | Right-arm medium-fast | 2019 | |||
82 | Colin Munro | ১১ মার্চ ১৯৮৭ | Left-handed | Right-arm medium | 2016 | Overseas | ||
All-rounders | ||||||||
55 | Kieron Pollard | ১২ মে ১৯৮৭ | Right-handed | Right-arm medium-fast | 2018 | |||
47 | Dwayne Bravo | ৭ অক্টোবর ১৯৮৩ | Right-handed | Right-arm medium-fast | 2013 | Captain | ||
74 | Sunil Narine | ২৬ মে ১৯৮৮ | Left-handed | Right-arm off break | 2016 | |||
21 | Tion Webster | ২১ এপ্রিল ১৯৯৫ | Right-handed | Right arm off break | 2017 | |||
50 | James Neesham | ৩০ সেপ্টেম্বর ১৯৮৬ | Right-handed | Right-arm medium | 2019 | Overseas | ||
41 | Seekkuge Prasanna | ২৭ জুন ১৯৮৫ | Right-handed | Right-arm leg break | 2019 | Overseas | ||
20 | Kevon Cooper | ২ ফেব্রুয়ারি ১৯৯০ | Right-handed | Right-arm medium-fast | 2017 | Overseas | ||
86 | Javon Searles | ২১ ডিসেম্বর ১৯৮৬ | Right-handed | Right-arm fast-medium | 2015 | |||
18 | Khary Pierre | ২২ সেপ্টেম্বর ১৯৯১ | Left-handed | Slow left-arm orthodox | 2016 | |||
17 | Mark Deyal | ৭ এপ্রিল ১৯৯৩ | Left-handed | Right-arm off break | 2019 | |||
Wicket-keepers | ||||||||
80 | Denesh Ramdin | ১৩ মার্চ ১৯৮৫ | Right-handed | — | 2016 | |||
Bowlers | ||||||||
23 | Ali Khan | ১৩ ডিসেম্বর ১৯৯০ | Right-handed | Right-arm fast-medium | 2018 | Overseas | ||
87 | Mohammad Hasnain | ৫ এপ্রিল ২০০০ | Right-handed | Right-arm fast | 2019 | Overseas | ||
21 | Akeal Hosein | ২২ সেপ্টেম্বর ১৯৯১ | Left-handed | Slow left-arm orthodox | 2019 | |||
— | Anderson Phillip | ২২ আগস্ট ১৯৯৬ | 2016 | |||||
তথ্যসূত্র
- ESPN Sports Media। "KKR owners buy stake in CPL franchise T&T Red Steel"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
- "Caribbean Premier League, Final: Barbados Tridents v Trinidad & Tobago Red Steel at Port of Spain"। www.espncricinfo.com। ESPN। ২৬ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.