ত্রিকূট
ত্রিকূট একটি ত্রি-শিখরবিশিষ্ট পর্বত। হিন্দু মহাকাব্যে এটির উল্লেখ রয়েছে।
ইতিহাস ও হিন্দুধর্মে তাৎপর্য
ত্রিকূট মহামেরুর (মাউন্ট মেরু) চারপাশে বিস্তৃত বারোটি পর্বতের মধ্যে একটি,এটি ব্রহ্মার আবাসস্থল যেটি উত্তর ব্যাক্ট্রিয়াতে (বর্তমান তাজিকিস্তান) অবস্থিত। ভাগবত পুরাণে এটির উচ্চতা বলা হয়েছে ১০,০০০ যোজনা ও তিনটি শিখর লৌহ,রৌপ্য ও স্বর্ণনির্মিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, এই পর্বত স্বর্গীয় দেবী দুর্গার দ্বিতীয় গৃহ। দেবী দুর্গাকে তিনজন দেবীর শক্তির একত্রীকরণের মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল, অবশ্য পর্বতটিকে ত্রিকূটই বলা হয়।
জম্মুতে ত্রিকূট
অন্য ত্রিকূট জম্মু বিভাগে অবস্থিত। ত্রিকূট, ত্রি - শিখরবিশিষ্ট পর্বতচূড়া, এখানেই বৈষ্ণোদেবীর পবিত্র মন্দির দেখতে পাওয়া যায়। [1]
তথ্যসূত্র
- Eck, Diana. India: A Sacred Geography, p. 282 At this place Bhairo baba mandir found. (Random House 2013).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.