ত্রাবজোনস্পোর

ত্রাবজোনস্পোর প্রফেসিওনেল ফুটবল তাকিমি (ইংরেজি: Trabzonspor; এছাড়াও শুধুমাত্র ত্রাবজোনস্পোর নামে পরিচিত) হচ্ছে ত্রাবজোন ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬৭ সালের ২রা আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে। ত্রাবজোনস্পোর তাদের সকল হোম ম্যাচ ত্রাবজোনের মেডিকেল পার্ক স্তাদিউমুতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৩,২২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আভচি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আহমেত আয়াওয়লু। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও পেরেইরা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ত্রাবজোনস্পোর
পূর্ণ নামত্রাবজোনস্পোর প্রফেসিওনেল ফুটবল তাকিমি
ডাকনামকারাদেনিজ ফির্তিনাসি (কালো সামুদ্রিক ঝড়)
সংক্ষিপ্ত নামটিএস
প্রতিষ্ঠিত আগস্ট ১৯৬৭ (1967-08-02)[1]
মাঠমেডিকেল পার্ক স্তাদিউমু
ধারণক্ষমতা৪৩,২২৩
সভাপতি আহমেত আয়াওয়লু
প্রধান কোচ আব্দুল্লাহ আভচি
লিগসুপার লিগ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, ত্রাবজোনস্পোর এপর্যন্ত ২২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি সুপার লিগ, ৮টি তুর্কি কাপ এবং ৮টি তুর্কি সুপার কাপ শিরোপা রয়েছে।

অর্জন

২১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
  • সুপার লিগ
    • চ্যাম্পিয়ন (৬): ১৯৭৫–৭৬, ১৯৭৬–৭৭, ১৯৭৮–৭৯, ১৯৭৯–৮০, ১৯৮০–৮১, ১৯৮৩–৮৪
    • রানার-আপ (৮): ১৯৭৭–৭৮, ১৯৮১–৮২, ১৯৮২–৮৩, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০১০–১১
  • তুর্কি কাপ
    • চ্যাম্পিয়ন (৮): ১৯৭৬–৭৭, ১৯৭৭–৭৮, ১৯৮৩–৮৪, ১৯৯১–৯২, ১৯৯৪–৯৫, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৯–১০
    • রানার-আপ (৬): ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬, ১৯৮৪–৮৫, ১৯৮৯–৯০, ১৯৯৬–৯৭, ২০১২–১৩
  • তুর্কি সুপার কাপ
    • চ্যাম্পিয়ন (৮): ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩, ১৯৯৫, ২০১০
    • রানার-আপ (৩): ১৯৮১, ১৯৮৪, ১৯৯২

তথ্যসূত্র

  1. "ত্রাবজোনস্পোরের তথ্য"সকারওয়ে। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০
  2. "শিরোপা: ত্রাবজোনস্পোর"সকারওয়ে। পারফর্ম। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:ত্রাবজোনস্পোর

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.